প্রেমসুধাসাইয়্যারা_খানগল্পের ৪র্থ অংশ পৌষ'কে কোলে তুলে একদম বারান্দায় এসে নামালো তৌসিফ। পৌষ চমকালো।
প্রেমসুধা
সাইয়্যারা_খান
গল্পের ৪র্থ অংশ
পৌষ'কে কোলে তুলে একদম বারান্দায় এসে নামালো তৌসিফ। পৌষ চমকালো। জীবনের কাছে এসে এই বয়সে অনেক বড় হারাটা ও হেরেছে। নিজের হেরে যাওয়া মানতে না পারা মেয়েটা চেয়েছিলো নিজের সবটা শেষ করতে। তৌসিফের কাছে নিজেকে বিলিয়ে দিতে কিন্তু তৌসিফ তা করে নি। সে সোজা ওকে কোলে তুলে বারান্দায় নিয়ে এসে বসিয়েছে। পৌষ মৌন রইলো। তৌসিফ তাকালো বাইরের আকাশে।
আজ চাঁদের দেখা নেই। মেঘের