ভাইরাল শিশুর কন্ঠে নতুন গজল | আমি লিখবো চিঠি দেবো তোমায় | Cithi | Parvej | চিঠি | Abir Chy
hope you will enjoy our exclusive Hamd, Naat, Islamic Nasheed,
Bangla Islamic Gojol, islamic Gojol, more Islamic Songs and videos From Our Channel.
Song : Ami Likhbo Cithi Debo Tumay
Singer : Parvej Ahmed
Original Artist : Abir Chowdhury
Lyric & Tune : Sumon Akand
Gfx : Motiur Rahman Enam
..........................………………………………........................……
লিরিক✍ :
আমি লিখবো চিঠি, দেব তোমায়
পাখি, পৌঁছে দিও রওজায়।
আমি থাকবো বসে এই আশায়,
চিঠির উত্তর আসবে আমার গায়।
কবে আসবে মদিনার পয়গাম?
গায়ে বাঁধবো হাজীদের এহরাম।
আমি ঘুরবো মদিনার চারিপাশ,
দু’চোখে দেখবো সবুজ গম্বুজ।
তৃষ্ণায় কাতর আমার এই মন,
তৃষ্ণা মেটাবে কূপে জমজম।
সে পানি মাখবো আমি সারা গায়,
পাখি, পৌঁছে দিও রওজায়।
চিঠির উত্তর যদি গো না পাই,
এ জীবন-মরণ সবই যে বৃথায়।
যে প্রেমের চাদর ওয়াসিল কুরুনির গায়,
সে প্রেম নসিব করো, ওগো আমায়।
-----------------------------------------------------------
.............. আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস, উন্নত এবং সুন্দর ভিডিও মেকিং এর জন্য স্পন্সর এবং ডোনেশন একটা ফ্যাক্ট । আপনারা যারা গ্রাফিক্স করাতে চান,
আজি যোগাযোগ করুন। নিচের দেয়া নাম্বারে
আয়োজনগুলো তৈরিতে এর শুন্যতা ভীষণ । আল্লাহর রহমত, নিজের প্রচেষ্টা এবং আপনাদের অব্যাহত ভালোবাসায় আমাদের এগিয়ে চলা । আশাকরি আপনার সুযোগ থাকলে ভিডিও তৈরিতে স্পন্সর করে এ পথচলাকে বেগবান করবেন ইনশাআল্লাহ । Phone : 01783947406 Email : hmahnafkhalid@gmail.com
#abir_chowdhury
#abirrecords