MENU

Fun & Interesting

না জেনে এতো গুলো টাকা সোলারের জন্য নস্ট করা কি ঠিক হলো। 😞

ALL bd Experiment 19,084 lượt xem 4 months ago
Video Not Working? Fix It Now

all bd experiment, এর পক্ষ থেকে জানাচ্ছি,,,,,

আসসালামু আলাইকুম,,, আশা করি সবাই ভাল আছেন।
একটু কষ্ট করে লেখাগুলো পড়বেন।

এটা হচ্ছে নতুন সোলার,৪০০ ওয়াট টোটাল ৪ হাজার টাকা দিয়ে কিনেছি।এই গ্লাস ভাঙ্গা সোলার প্যানেল এটি আমি কিনেছি ভিডিও বানাবো বলে, শুধু একমাত্র আপনাদের জন্যই আমি আমার টাকাগুলো খরচ করিছি,তো প্লিজ পুরো ভিডিওটা না দেখে কেউ কোনো রকম মন্তব্য করবেন না। এটি কোনরকম বিক্রির জন্য নয়। কিংবা স্পন্সরের জন্য নয়, শুধু একমাত্র আপনাদের জন্য আমি এটা কিনেছি এবং দেখবো এটা থেকে কতটুকু আউটপুট পাওয়া যায়। তাই এটাকে রিপিয়ার করলাম সামনে দেখানো হবে। এটা থেকে কতটুকু আউটপুট পেলাম আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন ইনশাল্লাহ পাশে থাকবেন।

Comment