বনশ্রীর সালেহা রহমানের পারিবারিক ছাদকৃষি
সম্পূর্ণ ভিডিও- https://youtu.be/CyGlJSwSRnQ
==================
বিষমুক্ত ফল-সবজি আর বিশুদ্ধ নিঃশ্বাসের উৎস হিসেবে ছাদকৃষি গড়ে তুলতে উৎসাহী হচ্ছেন অনেকেই। বনশ্রীর সালেহা রহমান ও মাহবুবুর রহমান বাবুল তেমনি দম্পত্তি। কৃষির প্রতি টান তাদের বাল্যবেলা থেকেই। সেই বাল্যবেলার ইচ্ছে আর সৃজনশীলতা মিলিয়ে এখন ৮ তলা ভবনের উপরে পরিকল্পিতভাবে গড়েছেন চার স্তরের দৃষ্টিনন্দন ছাদকৃষি।
মাত্র ২ হাজার ২শ বর্গফুটের ছাদকে এমনভাবে সাজিয়েছেন, শৈল্পিক সৌন্দর্য আর দরকারি ফসলি গুরুত্বের সমন্বয় ঘটেছে এখানে। এখন নাগরিক জীবনেও গ্রামীণ জীবনের স্বাদ উপভোগ করছেন এই পরিবার। মাটি আর ফসলের কাছাকাছি থাকার স্বপ্ন পূরণের পাশাপাশি তারা আয়োজন করেন গ্রাম বাংলার পিঠাপুলিরও।
Facebook: https://facebook.com/shykhseraj
YouTube: https://www.youtube.com/shykhseraj
Twitter: https://www.twitter.com/shykhseraj
Instagram: https://instagram.com/shykhseraj
Linkedin: https://linkedin.com/in/shykhseraj
#SSERAJ #ছাদকৃষি #rooftopfarming