আমি জ্যোতিষী প্রণয় মজুমদার আমার ইউটিউব চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি।
অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পাবার জন্য বেল আইকনটি প্রেস করে নিন।
আজকে আমি আপনাদের কাছে আলোচনা করেছি বাস্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ঈশান কোণ নিয়ে অনেকের ধারণা রয়েছে ঈশান কোণে শুধুমাত্র টয়লেট করলেই হয়ত ঈশান কোন খারাপ হয় অন্য কোন ভাবে ঈশান কোণে কোন রকম খারাপ ফল আসে না কিন্তু আজকের ভিডিওটিতে আমি আপনাদের কাছে জানিয়েছি যে ঈশান কোণে কোন কোন জিনিস রাখলে বা কোন কোন জিনিস করলে ঈশান কোন খারাপ হয়ে যায়। আমি এই অনুষ্ঠানে ঈশান কোণ কিভাবে খারাপ হতে পারে বা ঈশান কোণ আমরা বাড়িতে কিভাবে ব্যবহার করলে কোন ঘর ঈশান কোণে রাখলেই ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেই তথ্য সম্পূর্ণরূপে আপনাদের কাছে দিয়েছি। শোবার ঘর থেকে শুরু করে রান্না ঘর অথবা সিঁড়ি এই প্রতিটা জিনিস ঈশান কোণ কে যে ক্ষতিগ্রস্থ করতে পারে তার বিবরণ ও তার উল্লেখ আমি করেছি এবং তার সাথে সাথে ঈশান কোণ কে ভালো করার জন্য কি প্রতিকার রয়েছে কি প্রতিকার ব্যবহার করলে ঈশান কোণ এই খারাপ ফল গুলো আপনারা পাবেন না তার তথ্য গুলো আমি আপনাদের কাছে তুলে ধরেছি আশা করছি আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগবে।
যারা আমার সাথে যোগাযোগ করতে চান বা যারা আমাকে চেম্বার দেখাতে চান তারা ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন 9830565051 এই নাম্বারে। আমার চেম্বার গুলি যথাক্রমে ব্যান্ডেল বালি দমদম কালীঘাট পান্ডুয়া এছাড়াও যারা দূরের বন্ধু আছে তাদের জন্য ফোনে বিচারে বিশেষ ব্যবস্থা আছে।#ঈশানকোণ #বাস্তুশাস্ত্র #astropronay