MENU

Fun & Interesting

আপনার সহযোগিতায় ভালো থাকবে অসহায় মানুষ || বৃদ্ধাশ্রম || Milton Samadder || Child & Old Age Care.

Milton Samadder 5,902 2 days ago
Video Not Working? Fix It Now

যাকাতের প্রথম হকদার ফকির-মিসকিন, তাই চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারে আশ্রীত দুই শতাধিক অজ্ঞাত, অসহায় প্রতিবন্ধী শিশু, পাগলী বোন, বৃদ্ধ বাবা-মাদের যাকাত সাদকা দান করুন। যাকাতই গরীব ধনীর মাঝে অর্থনৈতিক বৈষম্য দূর করার একমাত্র মাধ্যম। তাই মহান আল্লাহ রাব্বুল আল আমিন মুসলিম জাহানের জন্য সামর্থবান মানুষদের ওপর যাকাতকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আল আমিন তার প্রতি আনুগত্য প্রকাশের হুকুমগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করেছেন সালাত এবং যাকাতের ব্যাপারে। পবিত্র কুরআনে ৩২ বার সরাসরি যাকাত শব্দটি ব্যবহার করে আল্লাহ তায়ালা যাকাতের গুরুত্বকে নির্দেশ করেছেন। তেমনিভাবে সূরাহ তাওবায় পরিস্কারভাবে জানিয়েও দিয়েছেন আপনার যাকাতের অর্থ কোন কোন খাতে ব্যয় করতে পারবেন। আল্লাহ রাব্বুল আল আমিন যাকাতের ৮ টি খাত বর্ণনা করতে গিয়ে সবার আগে ফকির, মিসকিন এবং গরীব-অসহায়দের কথা উল্লেখ করেছেন। এরূপ অজ্ঞাত, অসহায়, ফকির, মিসকিনদের আশ্রয়দাতা প্রতিষ্ঠান চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার। যা বর্তমানে বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ আশ্রয় প্রতিষ্ঠান হিসেবে দেশ ও দেশের বাইরের মানুষদের কাছে সমাদৃত। চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার প্রতিষ্ঠানটি রাস্তায় পরে থাকা অজ্ঞাত, অসহায়, যাদের শরীরে ঘা-পচন আছে, গরীব, পরিবার থেকে বঞ্চিত ও বিতাড়িত প্রতিবন্ধী শিশু, পাগলী বোন যারা রাস্তায় পৈশাচিক দুর্ঘটনার মাধ্যমে গর্ভবতী হয় এমন মানুষদের পুনর্বাসনসহ সকল ধরণের মৌলিক চাহিদা পূরণ করে থাকে। প্রতিষ্ঠাতা ও পরিচালক মিলটন সমাদ্দারের পরিচালনায় দীর্ঘ ১১ বছর যাবৎ কয়েকশত অজ্ঞাত, অসহায়, অসুস্থ ,বাসা থেকে বিতাড়িত বৃদ্ধ-বৃদ্ধা ও রাস্তায় পড়ে থাকা অসহায় প্রতিবন্ধী শিশুসহ যে সকল পাগলী বোনেরা রাস্তায় পৈশাচিক দুর্ঘটনার মাধ্যমে গর্ভবতী হয় তাদের আবাসনের ব্যবস্থা করে আসছে। বর্তমানে এই প্রতিষ্ঠানটিতে ৭৫ জন অজ্ঞাত বৃদ্ধ মা, ৬৫ জন অসহায় বাবা, ৩৯ জন অজ্ঞাত প্রতিবন্ধী শিশু এবং ৬ জন গর্ভবতী পাগলী বোনকে আশ্রয় দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। যাদের প্রায় সবাই শারীরিক ও মানসিক ভারসাম্যহীন। তাদের শরীরে রয়েছে ঘা-পচন, ক্ষত, বিভিন্ন পোকার বাসা। এই সকল অসহায় মানুষগুলোর পুনর্বাসন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, বিনোদনসহ সকল মৌলিক চাহিদা পূরণ করতে প্রতিষ্ঠানটি প্রতিমাসে খরচ করে ২৫ থেকে ২৮ লক্ষ টাকা। চলছে পবিত্র রমজান মাস। রমজান এবং যাকাত শব্দ দু’টি একে অপরের সাথে ওৎপ্রোতভাবে জড়িত। পবিত্র রমজান দান এবং দোয়া কবুলের মাস। এই মাসে আপনার যাকাতের একটি বৃহৎ অংশ দান করুন চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারে বসবাসরত অজ্ঞাত, অসহায়, অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা, গর্ভবতী পাগলী বোন এবং প্রতিবন্ধী শিশুদের কল্যাণে। আপনার এই যাকাত, ফিতরা কিংবা দান-সদকা আর ভালোবাসা এই সকল অভিভাবকহীন বৃদ্ধ বাবা-মা এবং প্রতিবন্ধী বাচ্চাদের জন্য হতে পারে এতটুকু ভালো থাকার কারণ। আপনারা আরও জেনে খুশি হবেন যে, আপনাদের দান সহযোগিতার টাকায়ই সাভারের কমলাপুর (ভাইটেক) গ্রামে নির্মিত হয়েছে দেশের সর্ববৃহৎ অসহায়দের আশ্রয়কেন্দ্র। তাই চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারে দান করলে এই যাকাত, ফিতরা কিংবা দান সদকাহ আপনার জন্য সদকাতুল জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত সওয়াব অর্জনের উপায় হবে ইনশা আল্লাহ। সুতরাং আসুন আমরা যাকাত-ফিতরা, দান-সদকার একটি অংশ চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারে দান করে কয়েক শতাধিক অভিভাবকহীন অসুস্থ প্রতিবন্ধী শিশু ও বৃদ্ধ-বৃদ্ধাদের সুন্দর জীবন যাপনের দায়িত্বগ্রহণ করি। ■■ বিস্তারিত জানতে- Milton Samadder +88 01622220222 +88 01633330333 -------------------------------------------------------------------------- ■■ সরাসরি স্থায়ী আবাসন ভিজিট করুন - ৫৭৬/১, ব্লক: বি, গ্রাম: বাহিরটেক, ইউনিয়ন: কমলাপুর, থানা: সাভার, জেলা: ঢাকা। ----------------------------------------------------------------------- ■■ নগদ সহযোগিতা পাঠাতে - ■ Bkash / Nagad +88 0191 8660 006 [Agent] ■ Bkash / Nagad / Rocket +88 0161 5554 444 [Personal] ----------------------------------------------------------------------- ■■ ব্যাংক একাউন্ট বিস্তারিত তথ্য- Child & Old Age Care. A/C No: 15011200000044 B/Name: Premier Bank Swift code: PRMRBDDH Routing Number: 235264303 Bank Address: Shyamoli Branch. ----------------------------------------------------------- Child & Old Age Care Foundation. A/C No: 4022788616324 B/N : AB Bank Swift code: ABBLBDDH Routing Number: 020264000 Bank Address: Rokeya Sarani Branch #বৃদ্ধাশ্রম #MiltonSamadder #Child&OldAgeCare. #childandoldagecare #miltonsamaddar #চাইল্ডএন্ডওল্ডএইজকেয়ার #মিল্টনসমাদ্দার #SocialWelfare #Charity #TrendingNow #ViralPost #BanglaCulture #oldagehome #servingothers #humanity #socialservice #food #bangladeshifood #love #donate #service #family #community #CareForTheHomeless #NoOneGoesHungry #SupportTheHomeless

Comment