MENU

Fun & Interesting

গতকালের লাইভ ক্লাস টপিক গুগল টপ রেংকিং

Video Not Working? Fix It Now

গতকালের লাইভ ক্লাস টপিক :- গুগল টপ রেংকিং একটি ওয়েব সাইটকে কিভাবে ধাপে ধাপে গুগলে টপ রেংকিং করতে হবে তা এই ভিডিওতে পরিপূর্ণভাবে শিখানো হয়েছে । কাজ পাওয়ার পর শুধুমাত্র এই ভিডিওটি দেখে দেখে বায়ারকে সম্পূর্ণ কাজ ১০০% করে দেয়া যাবে । কোন প্রোডাক্ট কেনার আগে মানুষ সাধারণত গুগলে সার্চ করে দাম সহ বিস্তারিত তথ্য জেনে নেয় । তাই কোন কোম্পানী একটি নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে গুগল সার্চে প্রথমে থাকে তবে সেই কোম্পানীকে আর পিছনে তাকাতে হয় । তাই সকল কোম্পানী চায় এক বা একাধিক কী ওয়ার্ড সার্চ লিষ্টে প্রথমে থাকতে এবং এইজন্য তারা প্রচুর খরচ করে প্রচুর এস.ই.ও প্রফেশনাল হায়ার করে । এইজন্য মার্কেটপ্লেসে এই রকম লক্ষ লক্ষ কাজ পাওয়া যায় । ওয়েবসাইট রেংকিং, ইমেজ ও ভিডিও রেংকিং, ফেইসবুক পেইজ রেংকিং ইত্যাদি । ইনকাম শুরু করার জন্য এবং প্রতি মাসে ২০ হাজার টাকার উপর ইনকাম করার জন্য শুধুমাত্র এই একটি ভিডিওই যথেষ্ট । শুধুমাত্র ধৈর্য্য থাকতে হবে । আসলেই আপনার ধৈর্য্য আছে কিনা নিজের উপর একবার পরীক্ষা করুন । এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলেই বুঝবেন ফ্রিল্যান্সিং আপনার জন্য। ------------------------------------------------------------------------------------------------------------------------------- বিদ্র: আমাদের ফেসবুক পেজে ভিডিওগুলো দেয়া হয় শুধুমাত্র আমাদের স্টূডেন্টদের স্কীল ও এক্সপেরিয়েন্স ডেভেলেপমেন্টের জন্য, সর্ব সাধারণের জন্য নয় । ------------------------------------------------------------------------------------------------------------------------------- 🔴 🔴 আমাদের ফ্রি ও পেইড অনলাইন কোর্স, টোটাল সাপোর্ট ও DVD সম্পর্কে জানতে এই লিংকে ক্লিক করুন: http://www.outsourcinghelp.net/course/ ❤️❤️ গত ১০ বছর ধরে এইভাবে ক্লাস করানো হচ্ছে । ২০১০ সাল থেকে সকল ক্লাস ও সাপোর্ট রেকর্ড দেখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে, এগুলো দেখে ফ্রি’তে শিখতে পারবেন : https://www.youtube.com/user/OutsourcingHelpBd/videos 🔷🔷 দয়া করে লিংকে ক্লিক করে বিস্তারিত না পড়ে ফোন করবেন না : 01677 31 32 90 বিস্তারিত তথ্য জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন: http://www.outsourcinghelp.net আমাদের ফেসবুক পেইজ লিংক: https://www.facebook.com/OutsourcingHelp/ ফেসবুক গ্রূপ লিংক: https://facebook.com/groups/OutsourcingInstituteBd/

Comment