নতুন অবস্থায় কিভাবে গাড়ি চালালে জরিমানা এবং এক্সিডেন্ট থেকে বাঁচতে পারবেন?
# সবসময় তিনটি লুকিং গ্লাস খেয়াল করে গাড়ি চালাবেন।
# গতি নিয়ন্ত্রণ করে মাঝের লেন দিয়ে গাড়ি চালাবেন।
# U ট্রান করার সময় একেবারে বামে চেপে থাকবেন।
# যাত্রীর কথায় বা ইসারায় যেখানে সেখানে দাড়ির পড়বেন না।
# ডানে বা বামে মোর নেয়ার সময় চেপে সংকেত ব্যবহার করবেন।
# অন্ধ বাকে এবং চার রাস্তার মোরে গতি কমিয়ে হর্ন ব্যবহার করবেন।
# রেবার্স করার সময় ইমারজেন্সি এন্টিগেটর এবং লুকিং গ্লাস খেয়াল করবেন।
# চোখে ঘুম নিয়ে এবং নেশাগ্রস্থ হয়ে গাড়ি চালাবেন না।
# সেখানে সেখানে ওভারটেকিং করবেন না।
# মোবাইল ব্যবহার এবং অন্যমনস্ক হয়ে গাড়ি চালাবেন না।
# মেইনরোড থেকে যখন সার্ভিস রোডে যাবেন অথবা সার্ভিস রোড থেকে মেইনরোডে তখন, অবশ্যই একটু সামনের দিকে এগিয়ে লুকিং গ্লাস লক্ষ করবেন।