MENU

Fun & Interesting

কিভাবে অনলাইনে বা ফিজিক্যাল স্টোর থেকে সঠিক শেড ফাউন্ডেশন চুজ করব

Sadia Khan Kasas 685,824 5 years ago
Video Not Working? Fix It Now

হ্যালো আপুরা, আজকের ভিডিওটি সবার জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও। বিগিনার থেকে শুরু করে অনেকেই ফাউন্ডেশন কিনতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হও আর সেই সমস্যার ভিত্তিতে তোমাদের মনে সৃষ্টি হয় ফাউন্ডেশন নিয়ে অনেক প্রশ্ন। তোমাদের স্কিন টাইপ কি, তোমরা কোন আন্ডারটোনের, কোন টাইপ ফাউন্ডেশন তোমার স্কিনের জন্য, কিভাবে সঠিক ফাউন্ডেশন শেড বাছাই করবে, অনলাইনে কিভাবে ফাউন্ডেশন শেড চুজ করবে, ভুল ফাউন্ডেশন শেড কিনে ফেলছো তা এখন কি করবে। তো যাদের এই সব প্রশ্ন নিয়ে জটিলতা তাদের রিকুয়েষ্ট করবো পুরো ভিডিওটা মনযোগ দিয়ে দেখতে। আমি আমার সাধ্যমত সকল সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর আর সমাধানের ভিত্তিতে এই ভিডিওটি তৈরী করেছি। আশা করি, তোমাদের সমস্যার একটু হলেও সলুশন দিতে পারব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস আর রিলেটিভদের সাথে শেয়ার করতে ভুলোনা ❤🥰🌸

Comment