জীবনের প্রথম কচুরিপানার ফুলের বড়া খাইয়া আমি নিজেই অবাক!!!😱
আপনাদের মত আমিও যখন জীবনের প্রথম শুনছিলাম মানুষ কচুরিপানার ফুলের বড়া খায় তখন আমি নিজেও খুব অবাক হইছি, পরে ভাবলাম একটু ট্রায় করে দেখি খাইতে কেমন লাগে। খাওয়ার পরে বুঝলাম আসলে কেন গরু কচুরিপানা এবং কচুরিপানার ফুল এত মজা মজা করে খায়।।।
অনেক টেশ, নিজে খেয়ে দেখেন😁