কেজিবি কিভাবে সবচেয়ে ভয়ংকর গোয়েন্দা সংস্থা হয়ে উঠেছিলো ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : https://www.youtube.com/ADYOPANTO
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র একে অপরের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। বিভিন্ন দেশকে নিজেদের বলয়ে আনতে শুরু করে নানান পরিকল্পনা। দ্রুতই দুই পরাশক্তির দ্বন্দ্ব স্নায়ুযুদ্ধে রূপ নেয়। আর সেই শীতল যুদ্ধে মার্কিন ও সোভিয়েত গোয়েদা সংস্থাগুলোর ভূমিকা হয়ে উঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তখন সোভিয়েত গোয়েন্দা সংস্থা কেজিবির নেটওয়ার্ক ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। এবং তাদের কার্যক্রম শুধু বহির্বিশ্বেই সীমাবদ্ধ ছিলো না, বরং সোভিয়েত ইউনিয়নের অখণ্ডতা রক্ষার্থে নিজ দেশের রাজনৈতিক নেতা ও নাগরিকদেরও নিয়মিত নজরদারি করতো সংস্থাটি। কাজেই অল্প কয়েক বছরের মাঝেই কেজিবি হয়ে উঠে পৃথিবীর সবচেয়ে ভয়ংকর ও দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা। এমন কী CIA-কে পর্যন্ত ভীতসন্ত্রস্ত থাকতে হতো কেজিবির ভয়ে।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে কেজিবিও বিলুপ্ত হয়ে যায়। তবে মাত্র ৩৭ বছরের ব্যাপ্তিকালে কেজিবি পরিচালিত সফল সিক্রেট মিশনের সংখ্যা ছিলো অবাক করার মতো। এমন কী আজকের দিনেও, বিভিন্ন দেশের চৌকস গোয়েন্দা বাহিনীগুলোও কেজিবি থেকে অনুপ্রাণিত হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে।
আদ্যোপান্তর আজকের পর্বে জানবো, কেজিবি'র কর্মকৌশল সম্পর্কে।
▶ Follow Me on Facebook:
https://www.facebook.com/damahbub
▶ Follow Me on Instagram:
https://www.instagram.com/da.mahbub
💻 যুক্ত হোন:
ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
info.adyopanto@gmail.com