টানা ৫বার প্রিলি পাশের কৌশল | ২০০ নম্বরের প্রস্তুতি পরামর্শ
কথা বলেছি সূর্যসেন হলের মিনহাজ ভাইয়ের সঙ্গে যিনি টানা ৫টি প্রিলিমিনারি পাশ করেছেন। তিনি এই ভিডিওতে তার নিজের অভিজ্ঞতা গুলো শেয়ার করেছেন।
৪১,৪৩ ভাইভা থেকে শূন্য হাতে ফিরেছেন।
ব্যক্তিগত কারণে ৪৪ লিখিততে অংশগ্রহণ করেননি।
৪৫ লিখিত ফলাফলের অপেক্ষায়।
সামনে ৪৬তম লিখিত পরীক্ষা।