MENU

Fun & Interesting

মন তোর যাইতে..... ।। তুকখা ও ক্ষ্যাপার গান : শিল্পী কালীনদর রায়।। সংকলক - দীনেশ রায় ।।

Anindita Ray 26,426 5 years ago
Video Not Working? Fix It Now

তুকখা ও ক্ষ্যাপার গান : খ্রীস্টপূর্ব পাঁচশো অব্দে ভারতের উত্তর পূর্বাঞ্চলে তন্ত্র সাধনার ধারা প্রচলিত ছিল। সনাতন ধর্মীয় সংস্কৃতিতে "ষটচক্র", "ষটচক্রভেদ" "কুলকুন্ডলিনী" ইত্যাদি প্রচলিত ছিল, যা তন্ত্র সাধনার অঙ্গ। উত্তরবঙ্গ,অসম,বিহার,নেপাল এবং বাংলাদেশের কিছু অংশে তুকখা ও ক্ষ্যাপার গান কোচ রাজবংশী সমাজে প্রচলন আছে। যখন দুই দলের লড়াই হয়, তখন বলা হয় ক্ষ্যাপার গান। দেহতত্ত্ব, মনশিক্ষা,অসপালি, গুরু শিষ্যের ডারা ইত্যাদি বিভাগে গানগুলি গাওয়া হয়ে থাকে । প্রাক চর্যাপদের কাল থেকে এইসব লোকায়ত গানে তন্ত্র সাধনা , তান্ত্রিক, বৌদ্ধ তান্ত্রিক, সহজিয়া , নাথ পন্থ , তন্ত্র মন্ত্র সাধনা ইত্যাদি ভাব ধারা মিলে মিশে একাকার হয়ে গেছে । এই গানকে ডন্মীর গানও বলা হয় । রূপকের ছলে তন্ত্রের দুরূহ কথা উঠে এসেছে এইসব লোকগানে । পরবর্তীকালে বৈষ্ণব ধর্মের প্রভাবের ফলে রাধা- কৃষ্ণ বিষয়ক গান গাওয়া শুরু হয় । উত্তরপূর্ব ভারতে ফল্গধারার মত বয়ে চলছে এইসব লোকগান । সংকলন ও গবেষণা - দীনেশ রায় ( বঙ্গরত্ন) ।। Editing :- JAYDEB ROY

Comment