MENU

Fun & Interesting

ড. ইউনূস কেন তরুণদের প্রথম পছন্দ | আদ্যোপান্ত | Biography of Dr. Muhammad Yunus

ADYOPANTO 420,017 6 months ago
Video Not Working? Fix It Now

ড. ইউনূস কিভাবে বাংলাদেশের সরকারপ্রধান হলেন ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : https://www.youtube.com/ADYOPANTO ড. মুহাম্মদ ইউনূস এর জন্ম ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারির বাথুয়া নামক একটি গ্রামে। মা সুফিয়া খাতুন এবং বাবা হাজী দুলা মিয়া সওদাগরের নয় সন্তানের মধ্যে তিনি তৃতীয়। তার বাবা পেশায় ছিলেন একজন জহুরী। আর তাই অনেকে বলে, জহুরীর ঘরেই হিরের জন্ম হয়েছিল। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। সমগ্র পূর্ব পাকিস্তানে ১৬ তম স্থান অধিকার করে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। লেখাপড়ার পাশাপাশি স্কাউট এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে ও ড. ইউনুস ছিলেন সমান পারদর্শী। ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন তিনি। ১৯৬১ সালে মাস্টার্স শেষ করে যুক্ত হন গবেষণায়। একই বছরে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে তার কর্মজীবন শুরু হয়। কিন্তু খুব দ্রুতই অর্থাৎ ১৯৬৫ সালে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। ১৯৭১ সালে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ডক্টর ইউনুস। এরপর মার্ফ্রিসবোরোতে মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতির সহকারী অধ্যাপক হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করার পর তিনি ফিরে আসেন স্বাধীন বাংলাদেশে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টারও তৈরি করেছিলেন ড. ইউনূস। স্বাধীন বাংলাদেশ নির্মাণে তিনি সরকারের পরিকল্পনা কমিশনে নিযুক্ত হলেও খুব দ্রুতই ইস্তফা দিয়ে আবারও ফেরত আসেন শিক্ষকতায়। ১৯৮৯ সাল পর্যন্ত ডক্টর ইউনুস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। ▶ Follow Me on Facebook: https://www.facebook.com/damahbub ▶ Follow Me on Instagram: https://www.instagram.com/da.mahbub 💻 যুক্ত হোন: ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto 💻 আমাদের ওয়েবসাইট: https://www.atpoure.com 📌 For Copyright Related Issues, please contact us: [email protected]

Comment