#newgojol #kobisaddam #habil_kabil #gojol
Song: Habil Kabil
Singer: Md Saddam
Lyrics : Md Saddam
Record Label: Aminia Studio
...
Kobi Saddam FB Page
https://www.facebook.com/profile.php?...
হাবিল কাবিল
আদম হাওয়া যখন প্রথম দুনিয়ায় এলো
অবাক করা ঘটনা এক তখন ঘটিল
আদম হাওয়া খোদার কাছে কান্দলো অঝর ঝর
দেখা তাদের হয়ে গেল ৩০০ বছর পর
মা হাওয়ার থেকে দুটি জমজ সন্তান জন্ম নেয়
ছেলের নাম কাবিল মেয়ের আকলিমা নাম দেয়
পরে আবার দুটি সন্তান দিল দয়াময়
ছেলের নাম হাবিল মেয়ের গাজা নাম দেয়
বড় হয়ে আকলিমার রূপ হল যে সুন্দর
তাহার ছোট বোনকে প্রভু করলো অসুন্দর
প্রভুর হুকুম নিয়ে জিব্রিল এলো নবীর কাছে
বলে আপনার তরে একটি সুসংবাদ আছে
বক্তব্য
জিবরাঈল ফারিস্তা বলছে নবী সুসংবাদ হল এটাই,
আপনার চার সন্তানকে আল্লাহ বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছে সুবহান আল্লাহ, তবে জমজ ভাই-বোনদের কে বিয়ে করতে আল্লাহ নিষেধ করে দিয়েছে, তাই আপনার বড় ছেলে কাবিলের সাথে ছোট মেয়ে গাজার বিয়ে হবে, আর ছোট ছেলে কাবিলের সাথে বড় মেয়ে আকলিমার বিয়ে হবে, এই কথা আদম নবী যখন হাবিল কাবিলের সাথে বলল, কাবিল তখন প্রচন্ড রেগে গিয়ে বলল পিতা, আপনি দেখছি আমার থেকে হাবিলকে অনেক বেশি ভালোবাসেন, তাই আমার জমজ বোন আকলিমা অনেক সুন্দরী বলে আপনি তার সাথে বিয়ে দেবার চেষ্টা করছেন, এই প্রস্তাব আমি কখনোই মানতে পারব না, তারপর কি ঘটছে কবি লিখছে শুনুন।
সুর
ছেলের কথা শুনে নবী চিন্তায় পড়ে যায়
কি করবে তখন তিনি উপায় নাহি পাই
হঠাৎ করে জিব্রি আবার হাজির হয়ে যায়
বলে প্রভু পাঠিয়ে দিল সমাধনের রাই
হাবিল কাবিল দুই ভাই কুরবানি করিবে
কুরবানী যার কবুল হবে আকলিমার পাবে
বক্তব্য
এই সমস্ত কথাগুলি আদম নবী যখন হাবিল কাবিলের সাথে বলে, হাবিল কাবিল দুই ভাই কুরবানী দেওয়ার শর্তে রাজি হয়ে যায়, এক ভাই শস্য আরেক ভাই পশু কুরবানী দিয়ে, পাহাড়ের উপরে রেখে ওয়েট করছে, কারণ তখনকার সিস্টেম ছিল, যাহার কোরবানি কবুল হবে, আসমান থেকে আগুনের হল্কে এসে তাহার কোরবানির গোশতকে পুড়িয়ে দিত, এমন সময় দেখা গেল আসমান থেকে আগুনের হল্কে এসে, হাবিলের রাখা গোশতকে পুড়িয়ে দিয়ে আল্লাহ হাবিবের কুরবানীকে কবুল করে নিল, কাবিল তখনও পিতা কে ডেকে বললো পিতা তবুও আমি আকলিমাকে বিয়ে করতে চায়, আদম নবী তখন বলল পুত্র এটি আল্লাহর নির্দেশ এখানে আমার কিছু করার নাই, তারপর কি ঘটছে কবি লিখছে শুনুন।
সুর
পিতার কথা শুনে কাবিল ডিসিশন নিলো
আমার হাবিল ভাইকে আমি হত্যা করিব
কেমন করে হত্যা করবে ভেবে নাহি পাই
ইবলিশ শয়তান মানুষরূপে হাজির হয়ে যায়
সাপের লক্ষ্য করে ইবলিশ পাথর মারিলো
মাথায় লেগে সাপটি সে তাই মারা যে গেল
এমন দৃশ্য দেখে মনে ভাবিলো কাবিল
হত্যার উপায় পেয়ে গেছি বাঁচবে না হাবিল
বক্তব্য
কাবিল তখন বড় একটি পাথর নিয়ে, ছুটে গিয়ে হাবিলের মাথায় জোরে আঘাত করলো, হাবিল ছটপট করে সেখানে মৃত্যুবরণ করল, কাবিল তখন বলছে লাশটাকে আমি কি করব, পিতার কাছে তো আমি ধরা খেয়ে যাব, লাশটাকে নিয়ে কাবিল দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ যখন ঘুরছে, তারপর কি ঘটছে কবি লিখছে শুনুন।
সুর
হাবিল এর লাশটা কাবিল গোপন করতে চাই
বহুদিন ধরে কাবিল উপায় নাহি পাই
আল্লাহ তখন দুটি কাকের পাঠালো সেথায়
কাবিলের সামনে তারা ঝগড়া লেগে যায়
একটি কাক অপর কাকের হত্যা করে দেয়
কাকটি তখন ঠুকরে একটি গর্ত খুঁড়ে নেয়
মরা কাকের নিয়ে গর্তে মাটি চাপা দেয়
এমন দৃশ্য দেখে কাবিল অবাক হয়ে যায়
বক্তব্য
কাবিল তখন মনে মনে ভাবছে হায়রে, আমি এত বড় বোকা একটি কাকের মত বুদ্ধি আমার মাথায় নেই, কাবিল তখন একটি কবর খুঁড়ে, হাবিলকে কবরে রেখে মাটি চাপা দিয়ে, আকলিমাকে বিয়ে করার জন্য রওনা দিল, আল্লাহ রাব্বুল আলামীন তখন জামিনকে আদেশ দিলো, হে জামিন তুমি কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে নাও, সাথে সাথে কাবিল হাঁটু পর্যন্ত জমিনের ভিতর পুঁতে গেল, কাবিল তখন বলছে ইয়া রব্বুল আলামিন, ইবলিশ শয়তান আপনার হুকুম অমান্য করেছিল, আমার পিতা আদম নবী আপনার হুকুম অমান্য করেছিল, তাদেরকে তো জামিন গ্রাস করিনি, আমার কেন গ্রাস করল, আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে আওয়াজ আসতে লাগলো, হে পাপিষ্ট, ইবলিশ শয়তান আমার হুকুম অমান্য করেছিল ঠিকই, কিন্তু সে কোন মানুষকে হত্যা করিনি, তোমার পিতা আদম নবী আমার হুকুম অমান্য করেছিল ঠিকই, সে কোন মানুষকে হত্যা করিনি, তুমি মানুষকে হত্যা করে বড় পাপিষ্ঠাই পরিণত হয়েছো, আল্লাহ রাব্বুল আলামীন পুনরায় জমিন কে আদেশ দিল, হে জামিল, তুমি কাবিলকে বুক পর্যন্ত গ্রাস করে নাও, সাথে সাথে কাবিল বুক পর্যন্ত জামিনের ভিতর পুঁতে গেল, তারপর কাবিল কি বলছে কবি লিখছে শুনুন।
সুর
কাবিল বলে ক্ষমা করো আল্লাহ গো তুমি
ইবলিসেরই ধোকাতে ভুল করেছি আমি
নবী মুহাম্মদের (স:) ওসিলায় দোয়া কবুল করে নাও
কঠিন এই বিপদ থেকে উদ্ধার করে দাও
সাথে সাথে দুআ প্রভু কবুল করে নেয়
বন্ধুর সম্মানের তাগিদে কাবিল কে ছেড়ে দেয়
বক্তব্য
জমিনের কবল থেকে কাবিল মুক্তি পাবার সাথে সাথেই, মনে মনে ভাবতে লাগলো, যাক বিপদ থেকে তো উদ্ধার হলাম, এবার আকলিমাকে তো আমিই বিবাহ করব, এই কথা ভাবার সাথে সাথেই, আল্লাহ রাব্বুল আলামীনের এক আজাবের ফারিস্তা এসে, কাবিলকে পাকড়াও করে, এক গুহার ভিতরে বন্দী করে, বড়ো একটি পাথর দিয়ে, কাবিলের মাথায় আঘাত করলো, কাবিল সাথে সাথে মৃত্যুবরণ করল, আল্লাহ রাব্বুল আলামীন, কাবিলকে পুনরায় জীবিত করল, ফারিস্তা আবার পাথর মারলো, আবার মৃত্যুবরণ করল, এইভাবে পাথর মেরে মেরে, কিয়ামত পর্যন্ত কাবিলকে শাস্তি দেওয়া হবে, এবং হাদিস পাকে এসেছে, পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত, যত হত্যাকাণ্ড ঘটবে, প্রত্যেক হত্যাকাণ্ডের কিছু পারসেন্টেজ গোনা, কাবিলের আমলনামায় জমা হবে নাউজুবিল্লাহ।
(কবি সাদ্দাম)