যুগ পুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ধর্মীয় আলোচনা সভা ও সনাতন ধর্মীয় সভা ।
প্রধাণ আলোচকঃ- শ্রী @RayonChakroborty (শুভ),
(বি.এস.এস. কাব্য, ব্যাকরণ, স্মৃতি, বেদান্ত ও পৌরহিত্যতীর্থ, উলিপুর, কুড়িগ্রাম।)
আয়োজনে- মাহেরপুর (মালিপাড়া) যুব সংঘ, বোচাগঞ্জ, দিনাজপুর।
৬ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ, রোজ- শুক্রবার ।
মাহেরপুর সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র - মাহেরপুর, বোচাগঞ্জ, দিনাজপুর ।
-------------------------------------------------------
সৎসঙ্গের গুরুত্ব ও শ্রদ্ধার আবশ্যকতা
-------------------------------------------------------
সনাতন ধর্মে ভক্তিসাধনায় সৎসঙ্গকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদায় দেখা হয়েছে। তবে শ্রদ্ধাহীন হলে সব নিষ্ফল হয়। তাই শ্রদ্ধাসহকারে সৎপ্রসঙ্গ শ্রবণের নির্দেশ গীতাদিতেও স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে। তাই সৎসঙ্গের গুরুত্বও যেমন রয়েছে, তেমন শ্রদ্ধার আবশ্যকতাও অস্বীকার করার সুযোগ নেই। এইসব কথাই এই ভিডিওতে বলা হয়েছে।
প্রথম পর্ব ; https://youtu.be/4gYNoG2F4xs
২য় পর্ব ; https://youtu.be/ELphk-Oqf2E
চ্যানেলটি subscribe করুন- https://www.youtube.com/UCt2yttlKZOE6...
https://www.youtube.com/channel/UCt2y...
ফেসবুক পেজ ; https://www.facebook.com/pordunroyoff...
ফেসবুক আইডি--https://www.facebook.com/pordunkumar....
##সৎসঙ্গের_গুরুত্ব##Satsang##