MENU

Fun & Interesting

সৌদি থেকে দেশে এসে কোয়েল পাখি পালন করে মাসে ২ লাখ টাকার উপরে আয় করছেন গিয়াসউদ্দিন koyel paki palon

Khamar BD 131,947 5 years ago
Video Not Working? Fix It Now

প্রিয় দর্শক আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ আপনার যেই খামার ই করুন না কেন বুঝে শুনে পরিকল্পনা করে খামার করবেন। ই্উটিউব দেখে বা অন্যের লাভ দেখে খামার করবেন না।ধন্যবাদ কোয়েল পাখির খামারির নাম্বার - 01648707101 বি-বাড়িয়া জেলার গিয়াসউদ্দিন ভাই সৌদিআরব থেকে দেশে এসে কোয়েল পাখি পালন শুরু করেন। প্রথমে তিনি অনেক টাকা ক্ষতিখস্ত হন না বুজে খামার করার কারনে। এখন তিনি একজন অভিজ্ঞ খামারি এবং সফল খামারি।বর্তমানে তিনি ১৫০০০ হাজার কোয়েল পাখি পালন করছেন এবং বাচ্চা উ্ৎপাদন করছেন।তিনি ডিম ও বাচ্চা বিক্রি প্রতি সকল খরচ বাদ দিয়ে প্রায় ২ লাখ টাকার উপরে আয় করেন বলে তিনি আমাদের জানান। #কোয়েলপাখিপালন#সৌদিআরব

Comment