বাইকের সিটের নিচে রিমোট সিষ্টেম লাগাচ্ছেন সাবধান? ছিনতাইকারী রিমোট নিয়ে গেলে আনলক করে ফেলবে এবং সিট ভেঙে অল্প সময়ে ডিভাইস খুলে ফেলার চান্স আছে । রিমোট ডিভাইস কম্বো যদি খুব সহজে খুলে ফেলে তাহলে আর বাইক পাওয়ার চান্স থাকবেনা মনে হয়। তাই ছোট ডিভাইস বাইকের গোপন জায়গায় লাগিয়ে নিন, যাতে ছিনতাইকারি বা চোর খুব সহজে ডিবাইস না পায়। এবং পৃথিবীর যেকোনো জায়গা থেকে ইঞ্জিন বন্ধ করে দিতে পারবেন