MENU

Fun & Interesting

ছন্দে ছন্দে পর্যায় সারণি || মৌলের নাম মনে রাখার শর্ট টেকনিক || Short technique of periodic table

Video Not Working? Fix It Now

ভিডিওটিতে পর্যায় সারণির সবকটি (১১৮ টি) মৌলের নাম ছন্দে ছন্দে শেখানো হয়েছে। পর্যায় সারণিকে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে যে ৪ টি ব্লকে ভাগ করা হয়েছে,যেমনঃ s -block (14 টি মৌল) ; p -block (36 টি মৌল); d -block (41 টি মৌল); f -block (27 টি মৌল) ; প্রত্যেকটি ব্লকের মৌল ছন্দে ছন্দে প্রিয় শিক্ষার্থীরা খুব সহজে মনে রাখতে পারবে। ছন্দ তৈরি করতে গিয়ে কিছু অপ্রত্যাশিত নাম এবং ছন্দ চলে এসেছে, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারো নামের সাথে ছন্দের নাম মিলে গেলে, সেটি সম্পূর্ণ কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে এবং ছন্দ গুলো বার বার প্র্যাকটিস করলে সাইন্সের সকল ছাত্র-ছাত্রীদের খুব উপকার হবে ইনশাল্লাহ। দ্রুত সময়ে মৌলের অবস্থান নির্ণয় : https://youtu.be/oyd2ZCft78E ইলেকট্রন বিন্যাস করার সবচেয়ে সহজ টেকনিক: https://youtu.be/0qHaBSLB84Q মৌল সমূহের আপেক্ষিক পারমাণবিক ভর মনে রাখার শর্ট টেকনিক: https://youtu.be/fFEUiJv1UgY #palashchemistry #periodictable #shorttechnique ফেসবুক লিংক- https://www.facebook.com/md.k.palash

Comment