পাঁচ বছরের একটি সেরা ভিডিও এটি বলতে পারেন একজন বাগানীর যা প্রয়োজন সব পাবেন এই ভিডিওতে
Green friends ইউটিউব চ্যানেল রেগুলার একটি করে ভিডিও ছাড়া হয় দুপুর একটা সময়, গাছপালা সংক্রান্ত আলোচনা করা হয় প্রত্যেকের ছাদবাগান ও নার্সারি ভিজিট তুলে ধরা হয় এই চ্যানেলের মাধ্যমে। ছাদে বাগান করার জন্য ও কে কিভাবে ছাদে বাগান করছে বেশি করে ভিডিও আপলোড করা হয়। অবশ্যই আপনার ছাদে বাগান থাকলে কিংবা আপনার বন্ধুর ছাদেও বাগান থাকলে এই চ্যানেলটিকে সকলের কাছে শেয়ার।