মার্চ ও এপ্রিল মাসে কি কি শাক সবজি চাষ করবেন - সবজি চাষ করার পদ্ধতি - Vegetable Cultivation
আজকে আমি আপনাদের দেখাবো মার্চ ও এপ্রিল মাসে কি কি শাক সবজি চাষ করবেন।
আমরা অনেকেই অনেক ধরনের শাক সবজি চাষ করি, তবে সঠিক চাষাবাদ জানা না থাকার কারনে ভালো ফলন পাইনা।
আবার আমরা জানি না কোন সময়ে কোন ধরনের শাক সবজি চাষ করলে বেশি ফলন পাওয়া যায়।
তাই আজকে আমি আপনাদের জানাবো বছরের কোন সময় কোন ধরনের শাক সবজি চাষ করবেন।
আপনারা মার্চ মাসে শসা চাষ করতে পারেন, বাজারে অনেক জাতের শসা বীজ কিনতে পাওয়া যায়।
আপনারা যে কোন জাতের শসা চাষ করতে পারেন, তবে হাইব্রিড জাতের শসা চাষ করলে বেশি ফলন পাওয়া যায়।
আপনারা চাইলে এপ্রিল মাসে করলা চাষ করতে পারেন, আবার উচ্ছে ও চাষ করতে পারেন।
করলা যে কোন মাটিতে চাষ করা যায়, তবে দোআঁশ মাটিতে বেশি ফলন পাওয়া যায়।
সামনে আসছে বর্ষাকাল, আর এই সময়ে চাল কুমড়া চাষ করতে পারেন।
চাল কুমড়ার বীজ লাগিয়ে দেওয়ার পর চারদিকের মাটি খুব ভালো করে আলগা করে দিবেন।
অনেকেই বলে থাকেন কোন সময় মিষ্টি কুমড়া চাষ করবো।
আপনারা মার্চ মাসে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন, এই সময়ে চাষ করলে বেশি ফলন পাবেন।
এপ্রিল মাস হচ্ছে ঝিঙ্গা চাষ করতে পারেন, এই সবজি চাষ করার জন্য আপনারা মাচা দিয়ে দিবেন।