MENU

Fun & Interesting

লোভনীয় স্বাদের কুল চাষে - বিঘা প্রতি ৩গুন লাভবান উদ্যোক্তা | থাই আপেল ও বল সুন্দরী কুল চাষ পদ্ধতি

Video Not Working? Fix It Now

দর্শক বন্ধুরা, সাফল্য কথা'র ৬৩১ তম পর্বে আমরা কথা বলেছি, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার কিসমত ঘাটাবিল গ্রামের একজন শিক্ষিত উদ্যোক্তা মোঃ সাব্বির হোসেন আকন্দের সাথে। তিনি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, চাকরি পেশা ছেড়ে বাবার জমিতে লোভনীয় স্বাদের কুল চাষ এলাকায় তাক লাগিয়েছেন। শুরুতে সখ থেকে শুরু হলেও পর্বতীতে সেটি বানিজিক্য রুপ নিয়েছে। তার বাগানের পরিধি এখন ৮ বিঘা। চাষ হচ্ছে থাই আপেল ও বল সুন্দরী কুল। এলাকায় এই ধরনের কুল নতুন চাষ হওয়ায় ভালো বাজার ও পাচ্ছেন তিনি। আজকের পর্বে তার কুল চাষের গল্প আপনাদের জানানোর চেষ্টা করবো। চলুন শুরু করা যাক। Safollo Kotha Ep631 Jujube Fruit Farming Business in bangladesh উদ্যোক্তা মোঃ সাব্বির হোসেন আকন্দ আকন্দ এগ্রো ফার্ম, কিসমত ঘাটাবিল , বদরগঞ্জ , রংপুর ০১৫২১৪৩৩৯৫৪ সাফল্য কথা - একটি কৃষি প্রতিবেদন মূলক ভিডিও প্রোগ্রাম। দেশের কৃষি উদ্যোক্তাদের সফলতার গল্প এবং কৃষি বিষয়ক পরামর্শ এখানে তুলে ধরা হয়। কৃষি প্রিয় দর্শক বন্ধুদের ভালোবাসা আমাদের চলার পথের প্রেরণা। ভিডিও প্রোগ্রাম করাতে - সাফল্য কথা চ্যানেলে ভিডিও প্রোগ্রাম করাতে ফোন করুন - মোঃ তোফাজ্জল হোসেন - ০১৭৩৮৫০৩৬৯৪ (উপস্থাপক, সাফল্য কথা) সাফল্য এগ্রো, তাজহাট, আলম নগর, রংপুর। উদ্যোক্তার মোবাইল নাম্বার - উদ্যোক্তার নাম ও কি বিষয়ের উপর ভিডিও তা জানিয়ে আমাদের সাফল্য কথা ফেসবুক পেইজে https://www.facebook.com/safolloagro ইনবক্স করুন। আমাদের অফিস থেকে আপনাকে খামারির নাম এবং মোবাইল নাম্বার পাঠিয়ে দেয়া হবে।

Comment