MENU

Fun & Interesting

"অসম্ভব সুন্দর একটা গল্প"♥️(তোমার দ্বিধায় বাঁচি)প্রিয় মানুষটা আজ সম্পূর্ণরূপে অন্য কারো হয়ে যাবে।

RM motivation story 88,105 9 months ago
Video Not Working? Fix It Now

"অসম্ভব সুন্দর একটা গল্প"♥️(তোমার দ্বিধায় বাঁচি)প্রিয় মানুষটা আজ সম্পূর্ণরূপে অন্য কারো হয়ে যাবে। গল্পের দ্বিতীয় অংশ:- https://youtu.be/kFFZ20KSVk4 গল্পের শেষ অংশ:- https://youtu.be/yTlOQxg4Nk8 ঈশিতা রেলস্টেশনে দাঁড়িয়ে আছে। একটু পরেই রেলগাড়ি চলে আসবে। ঈশিতার ভীষণ ভালো লাগছে ওখান থেকে পালিয়ে আসতে পেরে। সে জানে না এখন কোথায় যাবে, কি তার ভবিষ্যৎ হবে কিন্তু সে চেষ্টা করবে নিজের জন্য ভালো কিছু করার। অন্তত এই বিয়েটা করে নিজের বিবেকের কাছে ছোট হয়ে যেতে হবে না৷ ঈশিতা ট্রেনের জন্য অপেক্ষা করছিল। এই ট্রেনে করে সে ঢাকা থেকে চট্টগ্রামে চলে যাবে। চট্টগ্রামে ঈশিতার এক প্রিয় বান্ধবী রয়েছে তার সাথে দেখা করে কিছু একটা হবে এই আশায়। কিন্তু ট্রেনও আজ লেইট করছে। বিরক্তিতে কপাল কুচকে যাচ্ছে ঈশিতার। এরমধ্যে সে ব্যাগ চেক করে বুকিং করা ট্রেনের টিকিকটা খোঁজে কিন্তু পায় না। ঈশিতার মাথায় হাত! এখন কি করবে সে?! এখন তো এমনি ঈদের জন্য ভীড় বেশি, আগে থেকে বুকিং করা না থাকলে মোটেই সিট মিলবে না। ঈশিতা দীর্ঘ শ্বাস ফেলে। বোধহয় তাড়াহুড়ো টিকিকটা কোথাও পড়ে গেছে। ঈশিতা আর কোন উপায়ন্তর পেল না। সেখানেই বসে রইল চুপটি করে। এমন সময় ট্রেন এলো। আবার তার চোখের সামনে চলেও গেল কিন্তু ঈশিতাকে বসেই থাকতে হলো সেখানে। আর কোন উপায় না পেয়ে ঈশিতা ভাবল আজকের রাতটা স্টেশনেই কাঁ*টিয়ে দেবার কথা। তারপর কাল নাহয় কোন একটা ব্যবস্থা করা যাবে। আগে বিয়েটা ভেঙে যাক। ঈশিতা মাথা নিচু করে স্টেশনেই বসে ছিল এমন সময় কেউ তার সামনে রেলের টিকিট দেখিয়ে বলে,"এটা খুঁজছ বুঝি?" ঈশিতা চোখ তুলে তাকাতেই অবাক হয়। আয়ুশ তার সম্মুখে দাঁড়িয়ে! ঈশিতার মুখ দিয়ে আর

Comment