MENU

Fun & Interesting

একটা নিরীহ পুরুষের দিকে কেউ নজর দেয়?আদিলের কথায় রুচি থতমত খেলো।কই নজর দিচ্ছি?এইতো আমার উন্মুক্ত..

Video Not Working? Fix It Now

#হৃদয়ে_প্রেমের_ছোঁয়া। #মেহেরিন_আনজারা_নিশা। #গল্পের শেষ অংশ। আমার কাছে আসাটায় কি ওর হৃদস্পন্দন গতি বাড়িয়ে দেওয়ার জন্য দায়ী?" রুচি বিস্ময়ে শার্ট বিহীন যুবকটির বুক থেকে চোখ সরাতে পারছে না। বুকের উপর রাখা রুচির হাতটা তালে তালে ক্রমেই ওঠা নামা করছে।এভাবে একটা নিরীহ পুরুষের দিকে কেউ নজর দেয়?আদিলের কথায় রুচি থতমত খেলো।কই নজর দিচ্ছি?এইতো আমার উন্মুক্ত বুক থেকে চোখ সরাতেই পারছিস না। এটা কে নজর দেওয়া বলে না তো কি বলে?লাজে রুচির কপোলদ্বয় যেনো গরম হয়ে উঠতে আরম্ভ করল রাঙ্গা আভা দুগাল জুড়ে ছড়িয়ে পড়ছে। এতক্ষণ কোথায় বসে আছে মাথায় আসতেই নিজের সম্বিত ফিরে পেল। রুচি চট করে উঠতে নিল কিন্তু আদিল উঠতে দিল না। একহাতে রুচির বাহু ধরে নিজের বুকের সাথে চেপে রাখলো। রুচির অন্য বাহু আদিলের ব'ক্ষ গহ্বরে ঠায় পেয়েছে।আদিল কি করছিস? ছেড়ে দে প্লিজ। প্লিজ,কেউ এসে পড়বে ছাড়।

Comment