MENU

Fun & Interesting

চাকরির পাশাপাশি বাড়ির ছাদে কোয়েল পাখি পালন করে সফল। কোয়েল পাখি পালনে আয় এবং ব্যয় এর হিসাব।Quail Farm

Video Not Working? Fix It Now

খামারি মোঃ মোশারফ হোসেন তিনি মূলত পল্লী বিদ্যুতে চাকরি করেন পাশাপাশি ইউটিউবের ভিডিও এবং কিছু বন্ধুর পরামর্শ নিয়ে এই খামারটি শুরু করেন মাত্র কিছু কোয়েল পাখি দিয়ে। বর্তমানে এই খামারটিতে রয়েছে প্রায় ৮০০টির উপরে কোয়েল পাখি এবং এই কোয়েল পাখি থেকে তিনি ডিম পাচ্ছেন মাত্র ২ মাসে বয়স তা থেকে ৪৫০টি ডিম পায় প্রতিদিন তিনি আশাবাদি কিছুদিন পরে এই খামার থেকে ৮০% ডিম পাবেন। কোয়েল পাখি পালনে তিনি নিজেকে সফল ভাবছেন কারন এত আল্প সময়ে এত গুলো ডিম পাওয়া যাবে সে জন্য। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক উপকারে আসতে পারে। কৃষি বিষয়ক সকল ও পরামর্ষের জন্য আমাদের কৃষি তথ্য - Agricultural Information চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।

Comment