MENU

Fun & Interesting

আবার দেখে এলাম নাসরিন ইসলামের ছাদকৃষি | পর্ব ২৩২ | Shykh Seraj | Channel i |

Shykh Seraj 169,150 3 years ago
Video Not Working? Fix It Now

আবার দেখে এলাম নাসরিন ইসলামের ছাদকৃষি সম্পূর্ণ ভিডিও- https://youtu.be/FzuvhQfUdAg ====================== ব্যস্ততম নাগরিকদের মধ্যেও ছাদকৃষি গড়ে তোলার প্রবণতা বাড়ছে। কর্মব্যস্ততার অবসাদ কমিয়ে জীবনকে স্বাভাবিক ছন্দে গেঁথে রাখতে ছাদকৃষির উদ্যোগ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফুলার রোডের ড. শহিদুল ইসলাম ও নাসরিন ইসলাম দম্পত্তি। ঢাকা বিশ্বদ্যিালয়ের সরকারি কোয়ার্টারের ছাদগুলো রঙিন হয়ে উঠছে কৃষির ছোঁয়ায়। এখানকার বসতিরা কর্মব্যস্ততার ফাঁকেও পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে ও নগর জীবনের ক্লান্তি ঘোচাতে যুক্ত হচ্ছেন ছাদকৃষি চর্চায়। উদ্যোগগুলো দিনে দিনে আরো সমৃদ্ধ হয়ে উঠছে। নানা ধরণের শাকসবজির পাশাপাশি রকমারি ফল। সবকিছুতেই মিলছে আশানুরূপ ফলন। যা উৎপাদনে অনুসরণ করা হচ্ছে শতভাগ জৈব কৃষি। এই আয়োজনটি পরিবারের অন্য সদস্যদের মাঝেও প্রভাব রাখছে। Facebook: https://facebook.com/shykhseraj YouTube: https://www.youtube.com/shykhseraj Twitter: https://www.twitter.com/shykhseraj Instagram: https://instagram.com/shykhseraj Linkedin: https://linkedin.com/in/shykhseraj #SSERAJ #chadkrishi #ছাদবাগান

Comment