#CanadianHighway #HighwayRules #SayemsWorld
সেদিন ফ্যামিলিসহ বেড়াতে গিয়েছিলাম কানাডার ব্যাম্ফে। ভাইয়ার বাসা থেকে ব্যাম্ফের দূরত্ব ৬০০ কিলোমিটারের বেশী। গাড়িতে ড্রাইভ করে যেতে সময় লাগে ৬ ঘন্টার কিছু বেশী। হাইওয়ে দিয়ে ড্রাইভ করে যাবার সময় কানাডার হাইওয়ে রুলস দেখে আমি সত্যিই অবাক হলাম। কতো সুন্দর সব নিয়ম কানুন।
তাই, নিজেকে আর সামলাতে পারলাম না। ক্যামেরা বের করে সাথে সাথে এইটা নিয়েই একটা কন্টেন্ট বানিয়ে ফেললাম। আশা রাখি আমার মতো আপনিও এঞ্জয় করবেন।