শীতকালীন বিদেশি সবজি স্কোয়াশ। এটা দেখতে অনেকটা বাঙ্গির মতো। আবার স্বাদে যেন ঠিক মিষ্টি কুমড়া। বিগত কয়েকবছর ধরেই বাংলাদেশে চাষ হচ্ছে এ সবজি। স্কোয়াশ চাষের সুবিধা হলো, এটি অল্প সময়ে ও স্বল্প মূল্যে চাষ করা যায়। সবজি হিসেবে পিরোজপুরে স্কোয়াশ নতুন হওয়ায় বাজারে এর চাহিদা ও দামও আশাব্যঞ্জক। আর নতুন জাতের এ সবজিটি চাষ করে সফলতার মুখ দেখেছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের মাহামুদকাঠী গ্রামের মো. রাকিবুল ইসলাম।
ভাগ্যবদলের আশায় কয়েক বছর আগে নিজের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে নতুন নতুন সবজি চাষে মনোনিবেশ করেন রাকিবুল। এরই ধারাবাহিকতায় ইউটিউবে স্কোয়াশ চাষের বিভিন্ন প্রতিবেদন দেখে এই সবজি চাষে আগ্রহী হন তিনি। পরে স্কোয়াশের বীজ সংগ্রহ করে শুরু করেন চাষ।
প্রায় ২১ শতক জমিতে স্কোয়াশের চারা রোপণ করেন রাকিবুল। প্রতিটি স্কোয়াশ গাছে রোপণের পর থেকে প্রায় আড়াই মাসে ৮ থেকে ১০টির মতো ফল ধরে।
তার পথ অনুসরণ করে এলাকার অনেক কৃষকও স্কোয়াশ চাষে আগ্রহী হয়ে উঠছেন বলে জানান রাকিবুল।
এলাকায় পুষ্টিসমৃদ্ধ নতুন জাতের এ সবজি চাষ হওয়ায় খুশি স্থানীয়রাও।
নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাকিবুল স্কোয়াশের বাম্পার ফলন নিশ্চিত করেছেন বলে জানালেন এই কৃষি কর্মকর্তা।
রাকিবুলের পাশাপাশি এলাকার বেকার যুবকরাও স্কোয়াশ চাষে অনুপ্রাণিত হবে, তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ; এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
copyright © A BIJOY TV Production-2024
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: https://www.facebook.com/bijoytvlimited
Youtube: http://youtube.com/bijoytvofficial