#আরজ_আলী_মাতুব্বর #বনিআমিন #বরিশাল #BoniAmin #Barisal #Australia
মায়ানমারে 'বাংলাদেশী মুসলিম' শ্রমিক প্রয়োজন
---------------------------------------------------------------------------
"জগতে শুধু মুসলিমরা-ই 'মানুষ', বাকি ধর্মের সকলেই 'অমানুষ' - সুবাহানাল্লাহ, সেই ঈমান ও আকিদার বলে বলীয়ান হয়ে আগামীতে মরু - মালয়তে আর নয়, অদূর ভবিষ্যতে বাংলাদেশী মুসলিম শ্রমিকরা তার গা ছোঁয়া পাশের দেশ মায়ানমারে গিয়ে পাবলিক টয়লেট ছাফ সহ বনে জঙ্গলে শ্রমিক হিসেবে কাজ করবে, তাদের মুসলিম যুবতী বোনেরা সউদী বর্বর মুসলিমদের 'লিঙ্গনন্দের' আতঙ্কে সেখানে আর না গিয়ে প্রতিবেশী বৌদ্ধ দেশ মায়ানমারে গিয়ে তাদের গৃহস্থালী ও ঘর ছাফাইয়ের কাজ করবে।
প্রিয় বন্ধুরা, আমার কথাটি যদি বিশ্বাস না হয় তবে কথাটি আজ (০১/০১/২০২০) নীরবে এবং যত্নের সাথে টুকে রাখ, আমি হয়তো জীবিত থাকবো না, তবে আমার এই বাণীটি মনে রেখো। উল্লেখ্য গত তিন/চার দশক আগেও বাংলাদেশী 'মুসলিম যুবক'রা ভাবেনি তাদেরকে মালয়েশিয়া বা সিঙ্গাপুর বা মালদ্বীপে'র মত দরিদ্র(!) দেশে এসে এমন কি টয়লেট ছাফ বা মাটি কাটা কাজও করতে হবে। আজ লিখে রেখো "বাংলাদেশী সেই ওয়াজ শ্রবণকরি' মুসলিম যুবক ও যুবতীরা বিদেশী শ্রমিক হিসেবে এসে প্রতিবেশী দেশ মায়ানমারের পাবলিক টয়লেট ছাফ এবং রাস্তা ঝাড়ুর কাজ করবে। - ইনশাল্লাহ
--------------------------------------------------------