ভক্তি জীবনের কিছু মূল্যবান কথাশ্রীচৈতন্যদেবের আদর্শ শিক্ষার যথার্থ প্রতিফলনই নামহট্ট। নামহট্ট মানেই নামের হাট। যেখানে ভক্তগণ পরস্পর মিলিত হয়ে ভক্ত ও ভগবানের কথা ও হরি সংকীর্তন এর মধ্যে দিয়েই প্রেমভক্তি আস্বাদন করেন।
এটাই জগতে বিপুলভাবে প্রচার করার উদ্দেশ্যে ও শ্রদ্ধাবান জীবের জীবনকে ধন্য করার জন্য নিত্যানন্দ প্রভু কর্তৃক নামহট্ট ও প্রবর্তন ও পরবর্তীকালে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর দ্বারা পুনর্জাগরণ এবং শ্রীল সরস্বতী গোস্বামী প্রভুপাদের সারা পৃথিবীতে প্রেমের আন্দোলন ছড়িয়ে দেয়ার যে উদ্দেশ্য তাহাই নামহট্ট এর বাস্তব রূপ।
পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হোউক মোর নাম। মহাপ্রভুর ইচ্ছায় আজ গ্রামে গঞ্জে সর্বত্রই নামের হাট বসেছে। এই উদ্দেশ্যে গৌড়ীয় মিশন নামহট্ট প্রচারকার্যে রত #sachisunudas #blessingsofgurudev #namhatta #gaudiya #sachinsardar #sachinsarder
#srilaprabhupad150 #GaudiyaMission #Gaudiya #srilaprabhupad #sanyasimaharaj #guruseva #BackToHome#sachisunudas
ph - 9831431594