MENU

Fun & Interesting

হলো ব্লক দিয়ে বাড়ি নির্মাণ। কোথায় পাওয়া যাবে সন্ধান, ব্লকের হিসাব। And All information...

pure information 13,761 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

হলো ব্লক দিয়ে বাড়ি নির্মাণ। কোথায় পাওয়া যাবে সন্ধান, ব্লকের হিসাব। And All information...

কোম্পানির নাম:KMC হলো ব্লক।
পুরো লেখাটা ফলো করেন অনেক উপকারে আসবে।

ম্যানেজারের নাম্বার:+8801932223750
মিস্ত্রির নাম্বার:01757645661

আলহামদুলিল্লাহ অবশেষে হলো ব্লগ দিয়ে বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নিলাম।

এর সুবিধা সমূহ:
১/এক নাম্বারে এটি পরিবেশ বান্ধব।
২/ ব্লক দিয়ে বাড়ি নির্মাণে দেয়ালে প্লাস্টারের প্রয়োজন হয় না।
৩/একটি ব্লক ৫ টি ইটের সমান।
৪/ব্লক পরিবহন খুবই সহজ।
৫/ভালো মানের ব্লক দিয়ে বাড়ি বানালে, ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই কম।
৬/ব্লক এর মাঝখানে ছিদ্র থাকায় গরমের সময় গরম কম লাগে এবং ঠান্ডার সময় খুবই আরামদায়ক।
৭/ব্লক দিয়ে বাড়ি বানালে মিস্ত্রি খরচ সিমেন্ট সবকিছুতেই অনেক সাশ্রয়।
৮/আপনি ইচ্ছা করলেই একটু সিমেন্ট বাড়িয়ে ওখান থেকে শক্তভাবে ব্লক তৈরি করে আনতে পারেন। সেই সিমেন্টের টাকা অবশ্যই আপনাকে দিতে হবে মজবুত করতে হলে নিজের কিছু গেলেও ভালো। আমার মতে,,,।


একটা জিনিস চিন্তা করলাম চিন্তা করলে এর আরো অনেক উপকারীতা বের হয়ে আসবে।

আমার জন্য দোয়া করবেন আমিও বাড়ি নির্মাণ করার জন্য ব্লক এর অর্ডার করেছি।

বর্তমান ইটের যে খরচ সেই হিসেবে বাংলাদেশে হয়তো আর বেশি দিন ইটের ব্যবসা চলবে না।
ব্লক নিরাপদ ইটের ব্যবসা কমে যাবে।

তবে ছাদ ঢালাই এর ক্ষেত্রে ইটের কংক্রিট পাথর অবশ্যই কাজে লাগবে।

3500 ব্লক দিয়ে 4 বেড্রুম একটা কিচেন একটা টয়লেট ,একতলা বাড়ি কমপ্লিট হবে আশা করি।
ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে জানতে পারলাম।


অসুবিধা:
১/অনেকের মতে ব্লক বিয়ে বাড়ি বানালে কোন সময় ভাঙ্গা পড়লে কোন কিছুই অবশিষ্ট থাকে না।
এটা একেবারেই ভুল ধারণা, জোড়ায় জোড়ায় সম্পুন্ন ব্লক আবার খোলা যায়। কিছু ভাঙ্গা গেলেও বাকিগুলো ভালো থাকে।


পরিশেষে কথা একটাই ইট দিয়ে বর্তমানে বাড়ি বানালে অনেক খরচ।
যা সাধারণ মানুষের চিন্তার বাহিরে।

Comment