রাজশাহীর সীমান্তবর্তী চরখানপুরের মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে তৈরি করা আমার প্রথম ভিডিওটি অনেক মানুষকে কাঁদিয়েছে। অনেকেই সেইসব মানুষের বর্তমান অবস্থা জানতে চেয়ে আরেকটি ভিডিও তৈরির জন্য আমাকে অনুরোধ করেছেন। আর সে কারণেই আমি আবারো সেই চরে যাওয়ার সিদ্ধান্ত নিই। আগের ভিডিও তৈরির সময় সারাক্ষণ আমার সাথে ছিলেন সেই চরের বাসিন্দা আজিজুল ভাই, মাছ ধরাই যার পেশা। এবার চরে আসার আগে যখন আজিজুল ভাইয়ের সাথে যোগাযোগ করি, তখন তিনিই বললেন, এবার এলে যেনো দুপুরে তার বাসায় একবেলা খেয়ে যাই। আমি সানন্দে রাজি হয়ে গেলাম সেই দাওয়াতে। সঙ্গে একটা শর্ত দিয়ে দিলাম, তারা যা খান, আমিও সেটাই খাবো, বাড়তি কিছু করলে আমি খাবো না।
Contact email address for sponsorship, affiliate or other business purpose: sumonmcj@yahoo.com
যন্ত্রসঙ্গীত
দোতারা : রাখাল চন্দ্র দেবনাথ
তবলা : সুব্রত দেবনাথ সাধন
মন্দিরা : দিনেশ চন্দ্র দেবনাথ
#char_khanpur #rajshahi #চরখানপুর #রাজশাহী