সামি আল্লাহ হু লিমান হামিদা নাকি সামি আল্লাহ লিমান হামিদা কোনটা সঠিক । Sheikh Ahmadulla waz
Waz : Sami Allah huliman habidah bola jabe
ওয়াজ : সামি আল্লাহ হুলীমান হামিদা বলা যাবে
Lecture : Shaikh ahmadulla
উচ্চারণ : ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’
অর্থ : ‘যে ব্যক্তি আল্লাহর জন্য প্রশংসা করেন, আল্লাহ তাআলা (ওই ব্যক্তির প্রশংসা) শোনেন।’ অর্থাৎ আল্লাহ তাআলা (তাসবিহ/তাহমিদ) প্রশংসাকারীর প্রশংসা শোনেন।
এটির শাব্দিক অর্থ এমন- سَمِعَ اللهُ (সামিআল্লাহু) আল্লাহ শোনেন; لِمَنْ حَمِدَهُ (লিমান হামিদাহ) যে ব্যক্তি তাঁর (আল্লাহর) প্রশংসা করে।’
উল্লেখ্য জামাতে নামাজ পড়ার সময় ইমাম যখন سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ (সামিআল্লাহু লিমান হামিদাহ) বলে, তখন মুক্তাদি রাব্বানা ওয়া লাকাল হামদ বলে থাকেন। আর এটি বলা সুন্নাত। আর যদি কেউ একাকি নামাজ পড়ে তবে তবে নামাজির জন্য উভয়টি পড়াই সুন্নাত।
সামি‘আল্লা-হু লিমান হামিদাহ’ ও ‘আল্লা-হুম্মা রববানা লাকাল হামদ...’ বলবে। রাসূল (ছাঃ) বলেন, ‘তোমরা ছালাত আদায় কর, যেভাবে আমাকে ছালাত আদায় করতে দেখছ’ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৬৮৩)। অন্য বর্ণনায় এসেছে, ইমাম নির্ধারণ করা হয় তাকে অনুসরণ করার জন্য (বুখারী, মুসলিম, মিশকাত হা/১১৩৯)। অত্র হাদীছদ্বয় প্রমাণ করে যে, ইমাম ও মুক্তাদী সকলেই ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ’ বলতে পারে (বিস্তারিত দ্রঃ মির‘আত ৩/১৮৯ ‘রুকূ’ অনুচ্ছেদ)। অবশ্য শায়খ ঊছায়মীন ও বিন বাযসহ কতিপয় বিদ্বানের অভিমত হ’ল ইমাম ‘সামি‘আল্লাহ’ এবং ‘রববানা....’ ঊভয়টি বলবে। আর মুক্তাদী কেবল ‘রববানা লাকাল হামদ’ বললেই যথেষ্ট হবে (ঊছায়মীন, লিকাউল বাবিল মাফতুহ ৩২০/১; আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়া ২৭/৯৩-৯৪)। তবে উভয়ের জন্য দু’টি বাক্য বলার বিষয়টিই ছহীহ হাদীছের অধিক নিকটবর্তী (ফিক্বহুস সুন্নাহ ১/১৬২; আলবানী, ছিফাতু ছালাতিন্নবী ১৩৫ পৃ.; ছালাতুর রাসূল ১০৫ পৃ.)।
#banglawaz
#sheikhahmadullah
#abutohaadnan
#samiallah_huliman_hamidah
#সামি_আল্লাহ_হুলিমান_হামিদা_বলা_যাবে
#সামিআল্লাহ_হূলিমান_হামিদা_আবু_তোহা_আদনান