MENU

Fun & Interesting

গাভী বা বকনা গরু হিটে না আসার কারন ও প্রতিকার | Cattle farming | নিখাদ এগ্রো ভিলেজ

Nikhad Agro Village 28,639 2 years ago
Video Not Working? Fix It Now

#নিখাদ_এগ্রো_ভিলেজ গাভী বা বকনা হিটে না আসার কারন ও প্রতিকার | Cattle farming | নিখাদ এগ্রো ভিলেজ ডেইরি খামারিদের একটা সাধারণ অথচ বিরক্তিকর সমস্যা হচ্ছে গাভী সময়মতো হিটে আসে না। আবার স্বাস্থ্যবতী বকনা গরুও অনেক অপেক্ষার পরও হিটে আসছে না। এরকম অবস্থায় খামারীগন বিশেষ করে নতুন উদ্যোক্তা হতাশায় পড়ে যায়। খামারের প্রতি অনীহা এসে যায়। এখন একটি বাণিজ্যিক খামারে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে যদি গাভী একটি করে বাচ্চা না দেয় তাহলে অনেক সমস্যা তৈরী হয়। ফলে এই সমস্যাটি নিয়ে আমাদের দেশের প্রচুর খামারি এবং গৃহস্থকে ভুগতে হয়। গরুর হিটে আসার বয়স ও সময়ঃ বকনা সাধারণত ১৭-২৪ মাস বয়সে প্রথম হিটে আসে। আর গাভী বাছুর প্রসবের ৪ সপ্তাহ পর থেকে ৮ সপ্তাহের মধ্যেই আবার হিটে আসার কথা। অবশ্য প্রথম বিয়ানের (বাছুর প্রসব) ক্ষেত্রে আরেকটু বেশি সময় নিতে পারে। ৬-৯ সপ্তাহের মধ্যে গরু গর্ভধারণ করাটা সবচেয়ে ভালো। সুস্বাস্থ্যে লক্ষণ এবং খামারির জন্যও আনন্দের বিষয়। তবে কোনো কোনো ক্ষেত্রে একটু বিলম্ব হতে পারে। তাতে খুব চিন্তিত হওয়ার কিছু নেই। কিন্তু ৯০-১০০ দিনের মধ্যেও যদি হিটে না আসে বা হিটে আসার পর বীজ দিলেও গর্ভধারণ না করে তাহলে বুঝতে হবে কোনো সমস্যা আছে। কী কী কারণে গরু উপযুক্ত বয়স ও সময়ে ডাকে বা হিটে আসে না এবং/অথবা গর্ভধারণ করে না তা নিচে বিস্তারিত আলোচনা করা হলো। অবশ্য এরপরেই কিছু বিষয় আলোচনার বাইরে থেকে যাবে। কারণ মানুষের মতোই গরুর প্রজনন স্বাস্থ্যের বিষয়টিও বেশ জটিল। তবে মোটামুটি আমরা ধরে নিতে পারি এসব বিষয়ে খাটতি থাকলে গরু সময়মতো হিটে আসবে না বীজ (সিমেন) দিলেও গর্ভধারণ করবে না। ক. পুষ্টি সংক্রান্ত খ. সিমেন বা বীজ সংক্রান্ত গ. রোগব্যাধি সংক্রান্ত ঘ. পরিবেশ সংক্রান্ত এবার এক নজরে দেখে নেওয়া যাক গরু সময়মতো গরম না হলে: - পুষ্টিকর খাদ্য খাওয়াতে হবে। - এ, ডি, ই ইনজেকশন, ১০০ কেজি গরুর দেহের ওজনের জন্য ১০ সিসি ৩ দিন পরপর ২/৩ দিন মাংসে পুশ করতে হবে। - ডিবি পাউডার ১০০ কেজি গরুর দেহের ওজনের জন্য ৩০-৪০ গ্রাম খাদ্যের সাথে মিশিয়ে রোজ ১ বার ১ মাস খাওয়াতে হবে। - সর্বশেষ হরমোন ইনজেকশন Fertazyl ৫ মিলি করে গাভী প্রতি ১ ডোজ মাংসে পুশ করতে হবে। এরপরও যদি হিটে না আসে তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে পরীক্ষা করে সঠিক চিকিৎসা করানো দরকার। আমাদের ভিডিওটি ভাল লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন প্লিজ। আমাদের ফেসবুক লিংক https://www.facebook.com/nikhadAV?mibextid=ZbWKwL Related link: https://youtu.be/ZNzxx_DZHLQ https://youtu.be/T8rHILNXUqQ যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।

Comment