সব ধরনের গাছ পাবেন, সব গাছের পরিচর্যা জানতে পারবেন, সঠিক মাটি তৈরি সহ Nursery Visit
#nursery_visit_near_Kolkata
অসামান্য ভাবে সাজানো হচ্ছে নার্সারি গুলোকে। প্রত্যেকটা গাছের গ্রহ যেমন ভালো।
প্রচুর নতুনত্ব গাছ চলে এসছে এবারে সেই গাছগুলো তুলে ধরেছি আপনাদের সামনে এছাড়া নার্সারিতে গেলে নিত্যনতুন কাজ আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা গাছের গ্রোথ চোখে পড়ার মতন। শুধু গাছ দেখানো হয়েছে এমনটি নয় কিছু কিছু গাছের দাম ও তাদের পরিচর্যা সম্পর্কে বিস্তর ভাবে আলোচনা করা হয়েছে। এছাড়া গরম পরছে ধীরে ধীরে সেই গাছের মাটি তৈরি কিভাবে করা হবে কিভাবে গাছে জল দেওয়া হবে কি কি খাবার ব্যবহার করলে এই সময় গাছের গ্রোথ ফুলে ফেঁপে উঠবে।
গরমের গাছগুলিকে নিয়ে কি করবো আমরা সেই নিয়ে থাকছে ভিডিও।
আমরা বিভিন্ন নার্সারি ঘুরে বেড়ায় কিন্তু কোন নার্সারির মালিক এইভাবে সঠিক পরিচর্যা কিন্তু জানায় না আমাদের সেই পরিচর্যা জানতেই আমরা ছুটে গিয়েছি দূর-দূরান্ত থেকে আর সেগুলো তুলে ধরার দায়িত্ব আমরা নিয়ে আপনাদের সামনে হাজির করছি দুপুর একটায় নতুন কিছু ভিডিও।
এই ভিডিও থেকে অনেক কিছু আমরা শিখতে পারবো। এছাড়া এই নার্সারিতে আপনার যে কোন গাছ পছন্দ যদি হয় আপনি অনায়াসে কিনে নিতে পারেন। এখানে হোম ডেলিভারী সুবিধা আছে এছাড়া আপনি গিয়ে ওখানে কিনতে পারেন কুরিয়ারের মাধ্যমে অর্ডার দিতে পারেন সব কিছু সুবিধা থাকছে আপনাদের কাছে।