"খুনসুটির সংসার"♥️সিন্ধা বিছানায় হঠাৎ করেই লজ্জারা এসে হানা দিলো তাকে কালকে কাব্যর সাথে ঝগড়া করতে
ঘুম ভেংগে গেলো স্নিগ্ধার আড়মোড়া ভেঙ্গে উঠে বসলো নিজেকে আবিষ্কার করলো বিছানায় হটাত করেই লজ্জারা এসে হানা দিলো তাকে কালকে কাব্যর সাথে ঝগড়া করতে করতে কখন যে বিছানাতেই ঘুমিয়ে পড়েছে জানে না..; এদিক ওদিক তাকিয়ে কাব্য কে খুঁজলো স্নিগ্ধা দেখলো কাব্য পুরো রুমে কোথাও নেই রুমের দরজার লক খোলা মানে কাব্য অনেক আগে উঠেই নিচে চলে গেছে..! অতঃপর ঘড়ির দিকে তাকালো স্নিগ্ধা ০৮:৫০ হয়ে গেছে বাপ্রে কতো দেরি হয়ে গেলো কি ভাববে সবাই তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে ঢুকে গেলো স্নিগ্ধা..!
**
সবাই মাত্রই নাস্তা করতে বসেছিলো খাওয়ার মাঝেই উপর থেকে ধাম করে কিছু একটা পড়ার শব্দে চমকে উঠলো সবাই হন্তদন্ত হয়ে ছুটলো সেই দিকে।
উপরে আসামাত্রই সবার চোখ রসগোল্লার মত বড়ো বড়ো হয়ে গেলো পরপরই হুহা করে হেসে উঠলো কাব্য কাব্যর হাসি দেখে বাকিরাও হেসে দিলো ফিক করে।
থাম তোরা চিল্লিয়ে উঠলো কাব্যর মা, মেয়েটা এখানে পরে গেছে কোথায় লেগেছে কি লাগেনি সেটা জিজ্ঞেস না করে তোরা এখানে বত্রিশ পাটি দাঁত বের করছিস যতসব।। স্নিগ্ধা মা পড়লি কি করে তুই.. স্নিগ্ধাকে ফ্লোর থেকে তুলতে তুলতে বললো ব্যাথা পেয়েছিস কোথাও...? চিন্তিত সুর মিসেস চৌধুরীর....
" স্নিগ্ধা ঠিক হয়ে দাড়িয়ে ফের ক্যা"বলা"কান্তর মত একটা হাসি দিয়ে বললো হেহে আমার লাগেনি তো মামনি....!
" পড়লে কি করে তুমি..? (ভ্রু কুঁচকে স্নিগ্ধাকে প্রশ্ন করলো কাব্য)