MENU

Fun & Interesting

আপনি কি ইনভার্টার নিতে চাচ্ছেন? দিতে পারতেছি না কেন?

Video Not Working? Fix It Now

সোলার প্যানেলের মাধ্যমে ইনভার্টার টেকনোলজিকে মডিফাই করে কম খরচে ৪০০০ওয়াট ইনভার্ট আউটপুটের মাধ্যমে বিদ্যুৎ আবিষ্কার করেছি। যা দিনে রাতে, বিরতিহীন ভাবে বিদ্যুৎ উৎপাদন করে, লোডশেডিং এর ঝামেলা পোহাতে হয় না, এমনই এক সিস্টেম আবিষ্কার করেছি। খুবই কম খরচে ২৬০০ ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করে ৪ হাজার ওয়াট সম্পূর্ণ এসি কারেন্ট ব্যবহার করছি দিনের বেলা ইনশাআল্লাহ্। যার মাধ্যমে দৈনিক ১২ থেকে ১৫ ইউনিট বিদ্যুৎ বিরতিহীন ভাবে উৎপাদন হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। অনেকেই আমার বাসার লোকেশন চান আমি সেই ক্ষেত্রে বলতে চাচ্ছি যে, যদি ঢাকা থেকে আমার এখানে আসতে চান তাহলে বলতে হবে দিনাজপুরে, বিরামপুর, ফুলবাড়ি হয়ে যে গাড়িটি যায় সেই গাড়িতে উঠতে হবে এবং গাড়ির টিকিট করতে হবে যে ঘোড়াঘাট থানা রানীগঞ্জ বাজারে নামবো, রানীগঞ্জ বাজারে এসে অটো রিক্সার মাধ্যমে বলতে হবে যে আমি বলগাড়ীতে যাব ১৫ টাকা ভাড়া নেবে এই বলগাড়ীতে আসলেই আমার বাসা,ধন্যবাদ। https://www.facebook.com/profile.php?id=100095014707096 https://www.facebook.com/selim.hasnath https://www.facebook.com/modelisbest/ https://www.youtube.com/watch?v=X3qsuR_utCY https://youtu.be/PqDTrcNGA4Y

Comment