MENU

Fun & Interesting

বাজরিগার পাখি পালন | পাখিকে কি কি খাওয়াবেন না | What Not To Feed Budgies | Poisonous Foods For Bird

grow life 312,752 3 years ago
Video Not Working? Fix It Now

বাজরিগার পাখি পালন | পাখিকে কি কি খাওয়াবেন না | What Not To Feed Budgies | Poisonous Foods For Bird যারা বাজরিগার পাখি পালন করেন কিংবা যেকোন পাখি পালতে চাচ্ছেন তারা কোনোভাবেই এই ভিডিওটি মিস করবেন না। কারণ সামান্য কয়েক মিনিটের ভিডিওটি আপনার পাখিকে অনেক বড় বিপদ ও মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে। গ্ৰো লাইফের এবারের এপিসোডে আপনি জানবেন বাজরিগার পাখিকে কি কি খাওয়ানো যাবে না। আর কোন উপকরণ গুলো পাখির খাঁচায় ব্যাবহার করলে সেগুলো পাখির মৃত্যুর কারণ হতে পারে। তাই পাখি পালনের অতি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন‌। ১, বিভিন্ন ফলের বীজ আমরা পাখিকে বিভিন্ন রকমের ফল একটু একটু খেতে দেই। এসমস্ত ফল পাখির জন্য উপকারী। কিন্তু বেশিরভাগ ফলের বীজ পাখির জন্য বিষাক্ত হয়ে থাকে। Apple এবোকেডো Pears Cherries Apricots Peaches Plums Nectarines ২, চকলেট আপনি হাতে হাতে করে নিয়ে একটা চকলেট খাচ্ছেন। ভাবলেন আপনার শখের পোষা পাখি কেউ একটু ভেঙে দেয়া যাক। ভুলেও এই কাজ টি করতে যাবেন না । সব রকমের পাখির জন্য চকলেট পুরো বিষাক্ত একটা উপাদান। আসলে চকলেট এ Theobromine and caffeineApples নামক দুটি উপকরণ থাকে যেগুলো ছোট সাইজের পাখির জন্য বিষাক্ত। যদিও এগুলো মানুষের মতো বড় প্রাণীর জন্য নিরাপদ। তাই আপনার পাখি যদি চকলেট খেয়ে ফেলে। তবে সে মারাত্মক রকমের অসুস্থ হয়ে পড়বে এমনকি মৃত্যুও হতে পারে। এ খাবার গুলোর সাথে আরও বেশ কিছু খাবার রয়েছে যেগুলো বাজিগর পাখির জন্য বিষাক্ত ভিডিওটিতে পুরো বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে কোন কোন খাবার বাজরিগার পাখির জন্য বিষাক্ত বা কোন খাবারগুলো খেলে পাখি অসুস্থ হয়ে যেতে পারে। তাই বাজিগার পাখি পালন বাজরিগার পাখির খাবার এবং বাজিগর পাখির জন্য বিষাক্ত খাবার তালিকা সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বাজিগার লাভ বার্ড ককাটেল কিংবা অন্যান্য পাখির খাঁচায় মানুষ বিভিন্ন রকমের খেলনা ব্যবহার করে। এ সমস্ত খেলনাগুলো পাখির খাঁচা সৌন্দর্য বৃদ্ধিতে পাখিকে আনন্দ দিতে সহায়তা করে। কিন্তু অনেক ক্ষেত্রেই খেলনাগুলো অ্যালুমিনিয়াম অথবা লেড দিয়ে তৈরি হয়। আবার কিছু কিছু খেলনা বা হ্যাংগার সস্তা কোয়ালিটির প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। এসমস্ত প্লাস্টিকে বিভিন্ন রকমের কেমিক্যাল থাকতে পারে যেটা পাখির জন্য ক্ষতিকর। আবার অ্যালুমিনিয়াম ও লেড থেকে স্লো পয়জনিং হওয়ার সম্ভাবনা থাকে। যেটা দীর্ঘ সময় পর পাখিকে রোগাক্রান্ত করে তুলতে পারে ‌। । এজন্য পাখির খাঁচায় আপনি যদি কোন খেলনা ব্যবহার করতে চান তবে চেষ্টা করবেন সেগুলো যেন কাঠ বাঁশ এই ধরনের প্রাকৃতিক উপাদানে তৈরি হয়। এ ছাড়া অধিকাংশ প্যারাকিট জাতীয় পাখি অ্যালুমিনিয়ামের বাষ্প সহ্য করতে পারেনা। অনেকে তার পোষা পাখি কি কাঁধে করে নিয়ে রান্নাঘরে রান্না বান্না করতে চায় বা রান্নাঘরের পাশে পাখির খাঁচা রাখে। যেগুলো খুবই রিস্কি

Comment