ধামাইল বাংলাদেশের ঐতিহ্যবাহী বাংলা লোক গান ও লোক নৃত্য যা বাংলার ঐতিহ্যের একটি অংশ।
শাহ্ পরান ফকির এঁর দরবার শরীফ বর্তমান বাস্তা (ফকির বাড়ি), কুসুম হাটী, দোহার ঢাকা জেলায় অবস্থিত।
শাহ্ পরান ফকিরের ছেলে শাহ্ মাদার ফকির যারা আধ্যাত্মিক সাধক ছিলেন। শাহ্ মাদার ফকির যার ছেলে শাহ্ সুলতান ফকির তার বংশধর বড় ছেলে শাহ্ মতি ফকির, মেজো ছেলে শাহ্ মনী ফকির,সেজো ছেলে শাহ্ ননী ফকির, চতুর্থ ছেলে শাহ্ ফনি ফকির।
শাহ্ ননী ফকির যার বংশধর বড় ছেলে শাহ্ ছানা ফকির (শাহ্ আলম), দ্বিতীয় ছেলে শাহ্ জাহাঙ্গীর আলম (শংকর ফকির), তৃতীয় ছেলে শাহ্ শ্যামল ফকির।
এছাড়াও পূর্ণাঙ্গ বংশ পরিচয় বর্তমান অবস্থান বিস্তারিত পরবর্তী লেখায় জানানো হবে।
"ধামা" শব্দটি থেকে "ধামাইল" শব্দটির উৎপত্তি এর অর্থ আবেগ বা ভাব। আবার আঞ্চলিক বা কথ্য হিসেবে এর অর্থ উঠোন। আবার অনেকের মতে বাড়ির উঠোনে এই গান - নাচের আয়োজন করা হয় বলে একে "ধামাইল গান/নাচ" বলে।
যেভাবেই সংজ্ঞায়িত করা হোক না কেন মূলত ভাতৃত্বের বন্ধন ,সম্প্রীতি, সৌহার্দ্য ও মানুষের কল্যাণ সাধন এ ধামাইল উৎসবের প্রতিপাদ্য বিষয় বলে আমার কাছে মনে হয়েছে।
প্রতিবছর মাঘী পূর্ণিমা কে কেন্দ্র করে শাহ্ মাদার ফকিরের বাঁশ নাচানো ও ধামাইল উৎসব ঘিরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তবৃন্দ , শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী গণ এই দরবার শরীফ প্রাঙ্গনে আসেন। এই ধামাইল উৎসবকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা জমজমাটভাবে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়ে থাকে।
শাহ পরান ফকিরের দরবার শরীফ, শাহ মাদার ফকিরের বাড়ী শাহ্ সুলতান ফকিরের হিস্যা।
মৈনট,বাস্তা (ফকির বাড়ী), কুসুম হাটী, দোহার, ঢাকা।