উল্লাপাড়া কাঁচাবাজার হতে মাছ সবজী বাড়ীর বাজার করলাম | Village Market in Bangladesh
আজ বাড়ীর কাঁচাবাজার করতে হবে। সকালবেলা মজাদার খাবার খেয়ে বাসা থেকে বের হলাম বাজারের উদ্দেশ্যে। আজ যাচ্ছি উল্লাপাড়া কাঁচাবাজারে। প্রথমে আসলাম মাছ বাজারে। পছন্দমত তিন প্রকার মাছ নিয়ে নিলাম। এরপর আসলাম সবজীর বাজারে, শীতের শেষ পর্যায়ে এখনও বাজারে সবজীর প্রচুর আমদানী এবং দামও বেশ সস্তা। ইচ্ছেমত বিভিন্ন রকমের সজীব নিয়ে নিলাম। সবজি দিয়ে বাজারের ব্যাগ ভর্তি হয়ে গেছে, ব্যাগ বহন করতে রীতিমত কষ্ট হচ্ছে। বাজার নিয়ে রওনা হলাম বাড়ীর পথে।
Follow me on Instagram: https://www.instagram.com/tuhintraveler