রাউজান উপজেলাধীন ঐতিহ্যবাহী মধ্যম আধার মানিক ক্ষেমানন্দ বিহারের সদ্ধর্মপ্রাণ উপাসক, বিশিষ্ট সমাজসেবক, ব্রহ্মতুল্য পিতা প্রয়াত অরুণ কান্তি বড়ুয়া'র পুণ্যস্মৃতি স্মরণে এবং তৎসহধর্মিনী পুণ্যশীলা উপাসিকা মমতাময়ী মাতা প্রয়াত আভা রাণী বড়ুয়া'র প্রথম প্রয়াণবার্ষিকী স্মরণে ও পারলৌকিক সদ্গতি কামনায় বুদ্ধ কীর্তন (পাল্টা) অনুষ্ঠিত!
❉ আয়োজনেঃ সন্জয় বড়ুয়া (রিংকু), সহধর্মিনী- নেভি বড়ুয়া, অগ্নি- স্বপ্না বড়ুয়া, রমা বড়ুয়া ও পান্না বড়ুয়া, ফুলের বাপের বাড়ি, মধ্যম আধার মানিক, রাউজান, চট্টগ্রাম।
❉ বুদ্ধ কীর্তন পরিবেশনায়ঃ
কীর্তনীয়া বাবু পংকজ বড়ুয়া (রাঙ্গুনিয়া)
কীর্তনীয়া বাবু বিকাশ দত্ত (চাঁদগাও)
— তারিখঃ ২৭ ও ২৮ জুন ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ ও ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার ও শুক্রবার।
— স্থানঃ ফুলের বাপের বাড়ি, মধ্যম আধার মানিক, রাউজান, চট্টগ্রাম।
🇧🇩☸️📺 𝓚𝓪𝓻𝓾𝓷𝓪 𝓣𝓿
☎️ +880 18433-54428
📧 karunatv969@gmail.com