MENU

Fun & Interesting

এত কষ্ট করে কুম্ভে না গিয়েই কী ভাবে ভগবানের কৃপার মধ্যেই পুণ্য লাভ সম্ভব ? তবে জানতে হবে।

Utsav India Now 317 1 week ago
Video Not Working? Fix It Now

16/2/025, কলকাতা: রবিবাসরীয় সন্ধ্যাকালীন ভাগবত ও শ্রীমদ্ভভগবত গীতা পাঠের অংশ গ্রহণ করেন গৌড় ভক্তরা কলকাতার হাতিবাগানের মাধব বাড়িতে ( মন্দির) । । গীতা পাঠ করেন প্রভুর গৌতম চ্যাটার্জি । পাঠের মাঝে প্রসঙ্গত আলোচনায় উঠে আসে এই মহা কুম্ভ বিশেষ এক ঝলক এক শ্রোতার কথার মধ্য দিয়েই। এই প্রসঙ্গটি ভিডিও মধ্যেই তুলে ধরা হলো। বিশেষ দ্রষ্টব্য: এই চ্যানেল সম্প্রচারিত ভিডিও আয়োজক কমিটির/কর্তৃপক্ষের/সংস্থার সহযোগিতার মাধ্যমেই সংগ্রহীত বিনোদনের জন্য শুধুই। কোনও প্রকার প্রভাবিত করার জন্য না। উল্লেখিত বক্তব্য বক্তার নিজস্ব। এর সাথে চ্যানেলের কোনও সম্পর্ক নেই। স্থান/ কাল/ব্যক্তির কোনও প্রকার দায়িত্ব বহন করে না।

Comment