ক্ষমা ,তলব ,করার, সবচেয়ে ,গুরুত্বপূর্ণ ,সময়, হলো—
1. গুনাহ করার পরপরই – দেরি না করে সাথে সাথে তওবা করা উচিত।
2. তাহাজ্জুদের সময় – শেষ রাত আল্লাহর রহমতের বিশেষ সময়।
3. জুমার দিন ও মুহূর্ত – জুমার দিনে দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্ত থাকে।
4. আশুরার দিন (১০ই মুহাররম) – এটি গুনাহ মাফের অন্যতম দিন।
5. শবে বরাত ও শবে কদর – বিশেষ বরকতময় রাত।
6. রমজানের শেষ দশক – বিশেষ করে লাইলাতুল কদরের রাত।
7. নফল রোযা বা ইবাদতের পর – আল্লাহর নৈকট্য লাভের উত্তম সময়।
8. মহামারী, বিপদ বা দুঃখ-কষ্টের সময় – এসব সময় আল্লাহর রহমত বেশি আসে।
যত দ্রুত সম্ভব এবং সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ মৃত্যু কবে আসবে তা কেউ জানে না।
#salafimanhaj #salafiyyahmanhaj