cucumber fruit bagging for ftuit fly of cucumber শশা পছন্দ করে না এমন মানুষ খুব কম, ছালাদ হিসেবে অথবা রান্না করে দুইভাবেই শশা খাওয়া যায়।ইফতারির একটি অন্যতম উপাদান শশা।এছাড়াও যে কোন অনষ্ঠানে শশা ছাড়া চলেই না।ততো শশা চাষ হচ্ছে বাংলাদেশের সবখানে।এছাড়াও ছাদ বাগানেও শশা চাষ হয়,আমরা অনেক নিরাপদ ভাবে খুব সহজেই শশার মাছি পোকা দমন করতে পারি,আমার ভিডিওতে সেটি আলোচনা করা হয়েছে।