MENU

Fun & Interesting

আকাশ কালো করে এক দৈত্যাকার মহাপুরুষ এসে দেখিয়ে দিলেন বামার সমাধিস্থল । তারা ধ্বনিতে কেঁপে উঠল চারদিক

Ghurte Firte 814,985 3 years ago
Video Not Working? Fix It Now

তারাপীঠকে কেন্দ্র করে বামাক্ষ্যাপার প্রচুর আশ্চর্যজনক ঘটনা জড়িয়ে রয়েছে কিন্তু আজকে যে ঘটনাটা কথা বলব সেটা হল বামার জীবনের বেঁচে থাকা অবস্থায় শেষ ঘটনা যার পরেই তিনি মারা যান … যা শুনলে আজও গায়ে কাঁটা দেয় । আর এই ঘটনাটা যদি শোনা যায় বামার বংশধরের মুখ থেকে তাহলে তো কথাই নেই , সেই সঙ্গে বামদেবের সমাধিক্ষেত্রে আমি নিজে পৌঁছে সেই জায়গাগুলো চিহ্নিত করেছি যা আজও মিথ হিসাবে তারাপীঠ মহাশ্মশান রয়ে গেছে । সঙ্গে থাকুন দেখতে থাকুন ঘুরতে ফিরতে।

Comment