তারাপীঠকে কেন্দ্র করে বামাক্ষ্যাপার প্রচুর আশ্চর্যজনক ঘটনা জড়িয়ে রয়েছে কিন্তু আজকে যে ঘটনাটা কথা বলব সেটা হল বামার জীবনের বেঁচে থাকা অবস্থায় শেষ ঘটনা যার পরেই তিনি মারা যান … যা শুনলে আজও গায়ে কাঁটা দেয় । আর এই ঘটনাটা যদি শোনা যায় বামার বংশধরের মুখ থেকে তাহলে তো কথাই নেই , সেই সঙ্গে বামদেবের সমাধিক্ষেত্রে আমি নিজে পৌঁছে সেই জায়গাগুলো চিহ্নিত করেছি যা আজও মিথ হিসাবে তারাপীঠ মহাশ্মশান রয়ে গেছে । সঙ্গে থাকুন দেখতে থাকুন ঘুরতে ফিরতে।