MENU

Fun & Interesting

আল্লাহর যে প্রতিশ্রুতিতে আমরা মাজলুম মুসলিমরা সান্ত্বনা খুজে পাই || Mau. Mozammel Haque New Waz

Tahjib Center 29,667 1 year ago
Video Not Working? Fix It Now

সূরা মুরসালাত এর ধারাবাহিক তাফসীর পর্ব-১, আয়াত : ১-২৪ || Surah Mursalat Tafsir : 1-24 || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক || Mozammel Haque Barisal || Tahjib Center. #tahjibcentermozammelhaque Stay tuned by subscribing to our channel to hear more new Waz mahfil, tafsir mahfil, hamd-naat / Islamic music, and recitation of the Holy Quran. সুরা মুরসালাত بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ وَالْمُرْسَلَاتِ عُرْفًا কল্যাণের জন্যে প্রেরিত বায়ুর শপথ, [সুরা মুরসালাত - ৭৭:১] فَالْعَاصِفَاتِ عَصْفًا সজোরে প্রবাহিত ঝটিকার শপথ, [সুরা মুরসালাত - ৭৭:২] وَالنَّاشِرَاتِ نَشْرًا মেঘবিস্তৃতকারী বায়ুর শপথ [সুরা মুরসালাত - ৭৭:৩] فَالْفَارِقَاتِ فَرْقًا মেঘপুঞ্জ বিতরণকারী বায়ুর শপথ এবং [সুরা মুরসালাত - ৭৭:৪] فَالْمُلْقِيَاتِ ذِكْرًا ওহী নিয়ে অবতরণকারী ফেরেশতাগণের শপথ- [সুরা মুরসালাত - ৭৭:৫] عُذْرًا أَوْ نُذْرًا ওযর-আপত্তির অবকাশ না রাখার জন্যে অথবা সতর্ক করার জন্যে। [সুরা মুরসালাত - ৭৭:৬] إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ নিশ্চয়ই তোমাদেরকে প্রদত্ত ওয়াদা বাস্তবায়িত হবে। [সুরা মুরসালাত - ৭৭:৭] فَإِذَا النُّجُومُ طُمِسَتْ অতঃপর যখন নক্ষত্রসমুহ নির্বাপিত হবে, [সুরা মুরসালাত - ৭৭:৮] وَإِذَا السَّمَاء فُرِجَتْ যখন আকাশ ছিদ্রযুক্ত হবে, [সুরা মুরসালাত - ৭৭:৯] وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ যখন পর্বতমালাকে উড়িয়ে দেয়া হবে এবং [সুরা মুরসালাত - ৭৭:১০] وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ যখন রসূলগণের একত্রিত হওয়ার সময় নিরূপিত হবে, [সুরা মুরসালাত - ৭৭:১১] لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ এসব বিষয় কোন দিবসের জন্যে স্থগিত রাখা হয়েছে? [সুরা মুরসালাত - ৭৭:১২] لِيَوْمِ الْفَصْلِ বিচার দিবসের জন্য। [সুরা মুরসালাত - ৭৭:১৩] وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ আপনি জানেন বিচার দিবস কি? [সুরা মুরসালাত - ৭৭:১৪] وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। [সুরা মুরসালাত - ৭৭:১৫] أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি? [সুরা মুরসালাত - ৭৭:১৬] ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ অতঃপর তাদের পশ্চাতে প্রেরণ করব পরবর্তীদেরকে। [সুরা মুরসালাত - ৭৭:১৭] كَذَلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ অপরাধীদের সাথে আমি এরূপই করে থাকি। [সুরা মুরসালাত - ৭৭:১৮] وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। [সুরা মুরসালাত - ৭৭:১৯] أَلَمْ نَخْلُقكُّم مِّن مَّاء مَّهِينٍ আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি? [সুরা মুরসালাত - ৭৭:২০] فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَّكِينٍ অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে, [সুরা মুরসালাত - ৭৭:২১] إِلَى قَدَرٍ مَّعْلُومٍ এক নির্দিষ্টকাল পর্যন্ত, [সুরা মুরসালাত - ৭৭:২২] فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা? [সুরা মুরসালাত - ৭৭:২৩] وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। [সুরা মুরসালাত - ৭৭:২৪]

Comment