ছাগলের ঘর তৈরি ॥ ১০০ ছাগল এর ঘর তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে?
আজকে আমি আপনাদের দেখাবো ১০০ ছাগল এর ঘর তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে।
আমি এই ভিডিওটি মাধ্যমে ছাগল এর ঘর নির্মাণ সম্পকে আপনাদের একটি ধারনা দিবো।
ছাগলের খামার করে কোটিপতি হতে হলে ছাগল এর ঘর ঠিক ভাবে বানাতে হবে যাতে ছাগল ঠিক ভাবে থাকতে পারে।
ছাগল পালনের আগে ছাগল পালন সম্পকে প্রশিক্ষণ নেওয়া খুবই দরকার।
একটু সচেতন হলেই ছাগল পালন করে লাভমান হওয়া যায় খুবই সহজে।
ছাগলের ঘর ছন গোল পাতা, খড়, টিন বা ইটের তৈরি হতে পারে। তবে ঘরের ভিতর বাঁশ বা কাঠের মাচাঁ তৈরি করে তার উপর ছাগল রাখতে হবে।