MENU

Fun & Interesting

সেমা মাহফিল|| রওজা গোসল|| ২য়-পর্ব|| মহান ১৪ই ফাল্গুন || সাতগাছিয়া দরবার শরীফ||

Video Not Working? Fix It Now

হযরত শাহসূফী সৈয়দ গাউছুল আজম পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কেবলা কাবার আস্তানা শরীফ, সিলসিলায়ে কাদেরীয়ার ধারক ও বাহক আওলাদে রাসূল হযরত শাহসূফী সৈয়দ কাজী ওয়ারেজ বিল্লাহ সুলতানপুরী,শাহসূফী সৈয়দ মোজাহেরুল্লাহ সুলতানপুরী,শাহসূফী সৈয়দ মুজিবুল্লাহ সুলতানপুরী ও শাহসূফী সৈয়দ মতিউর রহমান সুলতানপুরী কেবলা কাবাগণের রওজা শরীফ মহাসমারোহে মহান ১৪ই ফাল্গুন সাতগাছিয়া দরবার শরীফ এম বি পক্ষে হযরত শাহসূফী সৈয়দ মাওলানা আবুল মাকছুম মুহাম্মদ মোতাছিম বিল্লাহ সম্পদ সুলতানপুরীর সদারতে প্রতি বছরের ন্যায়ায় এই বছরও অনুষ্টিত হয়।

Comment