ইতালিতে কাজ খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না? আমি কি ভাবে নিজে নিজে ফ্যাক্টরিতে কাজ পেলাম জানেন? চাইলে কোনো লোকের মাধ্যম ছাড়াই কাজ পেতে পারেন। আর বিশেষভাবে যারা ভেনেতো তে বসবাস করেন এবং বেকার আছেন তাদের জন্য ১৭০০ ইউরো করে বাজেট ধার্য করা আছে বিভিন্ন কোর্স করার জন্য। অতএব এই সময় টা কাজে লাগিয়ে নিজেদেরকে কাজের জন্য যোগ্য করে তোলেন এতে কাজ পেতে সহজ হবে।