কি করে সম্ভব এত ফুল,৭০ টা ভ্যারাইটি বোগেনবেলিয়া ৩০ টি ভ্যারাইটি গোলাপ দিয়ে বাগান করছে দেবাশীষ
#rooftop_farming #Bugenbeliya
আমরা যারা ছাদে বাগান করি তারা সবসময় ছাদ বাগান দেখতে ভালবাসি। কিন্তু ছাদ বাগান ছাড়াও প্রচুর বাগান আমাদের চোখের সামনে দেখতে পাওয়া যায়। ব্যস্ততার মাঝে ভালো বাগান খুঁজে পাওয়া যেমন মুশকিল তেমন ভালো করে বাগান করার লোকেরও মুশকিল। কিন্তু দিনে দিনে আমরা সেসব মুশকিল আমাদের কাছে আর কোন মুশকিল থাকছে না খুব সহজেই আমরা সকলে বাগান করছি আর এত সহজে বাগান করছি সেটা রোজ তুলে ধরছি বলেই বুঝতে পারছি কিন্তু।
আপনারাও ছাদে এইভাবে বাগান করুন এখানে ছাদ না হলেও ছাদে বাগান করার উপযুক্ত সবকিছু ভাবেই কিন্তু করা আছে ছোট্ট একটি ভিডিও করে আপনাদের সামনে সব রকম বিষয় তুলে ধরার চেষ্টা করেছি মাত্র।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আপনাদের চ্যানেলের সঙ্গে থাকুন